Wednesday, 3 February 2016

Legal Notice LL.B Final-2014

 লিগ্যাল নোটিশ:
প্রতি,
মো:এম.এ সোবহান হাওলাদার
পিতা: ইয়াছিন হাওলাদার
গ্রাম:কালকিনি,ডাকঘর:কালকিনি,থানা:কালকিনি জেলা: মাদারীপুর।
এতদ্বারা আমি গোকুল চন্দ্র সরকার,এ্যাডভোকেট জজকোর্ট,ঢাকা নির্দেশিত হইয়া আমার মোয়াক্কেল মো: বোরহান উদ্দনি,পিতা: মো: হয়রবত আলী প-২০,দক্ষিন বাড্ডা,ঢাকা-১২১২।
এর পক্ষে আপনাকে জানাইতেছি যে,
১) আমার মক্কেলের মাসিক ২০০০০ টাকা ভাড়ার চুক্তিতে তার দক্ষিন বাড্ডা এলাকার ২/৩ হোল্ডিং এর ৫ম তলা বিল্ডিং এর ৪র্থ তলা বাসাটি ৩ বছরের জন্য বিগত ০১/০২/২০১৩ ইং তারিখে ভাড়া দিয়েছিলেন।
২) নিয়মিত ভাড়া পরিশোধ করতেন না যা মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গ করেছেন।
৩) আপনাকে বকেয়া ভাড়া ও অন্যান্য বিল পরিশোধ পূর্বক বাসাটি এক মাসের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বলা হইল।
   
অতএব,আপনাকে এই মর্মে নোটিশ দেওয়া গেল যে, আপনি নোটিশ প্রাপ্তির এক মাসের মধ্যে যাবতীয় বিল এবং বাসা ভাড়াসহ সমূদয় বকেয়া বুঝাইয়া দিয়ে আমার মক্কেলকে বাসার শূন্য দখল বুঝাইয়া দিবেন,অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
                                                                                                                  নিবেদক
   তারিখ: ১৭.০১.১৬                                                                                    গোকুল চন্দ্র সরকার
                                                                                                           এ্যাডভোকেট,জজকোর্ট,ঢাকা

1 comment:

  1. Its a nice Bolg.Thank you Mr. Gokul. You have to update this Blog.

    ReplyDelete