Wednesday 3 February 2016

CR Case Mosabida LL.B Final-2014

খ) নালিশী দরখাস্ত
                                       অভিযোগকারিনী:                                       দাখিলকারী এ্যাডভোকেট:
বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত,ঢাকা।
সি আর মামলা নং --           ৩৯৫  /২০১৪ ইং
অপরাধের ধারা :যৌতুক নিরোধ আইন,১৯৮০ এর ৪ ধারার অপরাধ।

ফুলবানু,২৫, পিতা -মৃত ধরম আলী,সাং-প-২০,দক্ষিণ বাড্ডা
ঢাকা-১২১২।
অভিযোগকারিনী
বনাম
১) আক্কাস আলী(৩০) পিতা-খোকন আলী
২) আরশাদ আলী,পিতা-খোরশেদ আলী
৩) ইমান আলী,পিতা-জমির আলী
সর্বসাং-মধ্যবাড্ডা,
ঢাকা-১২১২।
প্রতিপক্ষগণ/অভিযুক্তব্যক্তি
সাক্ষীগন:
(১) মকবুল মিয়া (৫০), পিতা: মুবারক মিয়া।
(২) তফজ্জল হুসেন (৫২) পিতা: তৈয়ব আলী।
(৩) হান্নান মিয়া (৪৫), পিতা: মফিজ মিয়া।
(৪) জমশেদ মিয়া (৫০) পিতা: মখলেছ মিয়া।
সর্ব সাং: দক্ষিন বাড্ডা, ঢাকা।
ঘটনা স্থল: আক্কাস আলীর বাড়ীতে
ঘটনার তারিখ :১০.১০.১৫ ইং
ঘটনার সময়: রাত ১০ ঘটিকা
অপরাধের ধারা:
বিষয়:নালিশী দরখাস্ত প্রসঙ্গে।
অভিযোগকারিনীর বিনীত নিবেদন এই যে,
১) নালিশকারীর সহিত গত ২০/১০/২০১৪ ইং তারিখ অভিযুক্ত আক্কাস আলীর বিবাহ হয়। পক্ষগনের দাম্পত্য জীবন যাপন চলাকালীন ১ নং আসামী ২ ও ৩ নং আসামীর ইন্দোনে গত ২০/০১/২০১৬ ইং রাত ১০.০০ ঘটিকার সময় ২(দুই) লক্ষ টাকা দাবী করে প্রচন্ড মারপিট করে প্রাণ নাশের হুমকি দেয়।
২) পরদিন ২১/০১/১৬ ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকার সময় উক্ত জের ধরে পুনরায় মারপিট করে বাড়ি থেকে বের করে দিলে নালিশকারিনী দুপুর ৩.০০ ঘটিকার সময় বাড্ডা থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার নিকট ঘটনার বর্ণনা দিয়ে এজাহার দাযের করতে চাইলে পুলিশ অফিসার এজাহার গ্রহণে অস্বীকৃতি জানান।
৩) নালিশকারিনী অতি মনকষ্ট নিয়ে বাবার বাসায় ফিরে আসেন এবং পরদিন শুক্র ও শনি ২ দিন সরকারি ছুটি পড়ে যায়। এরপর ২৪/০১/১৬ ইং তারিখে আদালত খুললে নালিমকারিনী আদালতের শরনাপন্ন হন। বিধায় নালিশী দরখাস্ত/সিআর মামলা করতে বিলম্ব হয়। অত্র নালিশী মামলা থানা এখতিয়াধীন বিধায় মাননীয় আদালতে দায়ের করা হলো।
৪) উপরোক্ত ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী বিদ্যমান। বিস্তারিত অভিযোগকারিনীর ও সাক্ষীদের জবানবন্দী ও সাক্ষ্যে প্রকাশ পাইবে।
৫) আদালতে শুণানীকালে অন্যান্য বক্তব্য উপস্থাপন করা হইবে।
                                অতএব বিজ্ঞ আদালতে বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষের বিরুদ্ধে   গ্রেফতারী পরোয়ানা জারি করত: আটক করে জেল হাজতে আটক রেখে সাক্ষী প্রমামানাদি গ্রহনে সুবিচার করতে হুজুর আদালতে মর্জি হয়।
এবং
বিজ্ঞ আদালতের এহেন কার্যে অভিযোগকারী চিরকৃতজ্ঞ থাকবেন।
নিবেদক ইতি,
স্বাক্ষর:
তাং

No comments:

Post a Comment