Tuesday 15 March 2016

Bar



৯ম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নসমূহের উত্তর

. কোড অব ক্রিমিনাল প্রসিডিওর-এর ২৪৮ ধারা অনুসারে complaint প্রত্যাহৃত হলে অভিযুক্ত ব্যক্তি-
উত্তর: ) খালাস পাবে
. একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপীল করতে পারে?
উত্তর: ) হাইকোর্ট বিভাগে
. অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিম্নের কে রেকর্ড করতে পারে?
উত্তর: ) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট
. পেনাল কোড-এর অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, তা ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় উল্লেখ আছে?
উত্তর: ) ২য় তফসিল, ৮ম কলাম
. ক্রিমিনাল প্রসিডিওর কোড এর ১৬১ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীতে স্বাক্ষর করবেন-
উত্তর: ) সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা
. আসামি যদি আরোপিদ অর্থদণ্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিম্নের কিরূপ আদেশ দেয়া যাবে?
উত্তর: ) অর্থদণ্ড মওকুফের আদেশ
. ‘এর দোকানেক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে।পেনাল কোড-এর কোন ধারার অপরাধ করেছে?
উত্তর: ) ৪০৮ ধারা
. দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই?
উত্তর: ) বেত্রাঘা
. ‘,০০০ টাকাকে দিনের জন্য রাখতে দেয়।আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পরে তা’- এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন অপরাধ?
উত্তর: ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
১০. যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারবে?
উত্তর: ) ২০ বছর
১১. আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, যদি আত্মহত্যাকারীর বয়স হয়-
উত্তর: ) কোনটিই নয়
১২. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ খুনের সর্বনিম্ন শাস্তি কি?
উত্তর: ) মৃত্যুদণ্ড
১৩. ‘এর বিরুদ্ধে চুরির অভিযোগ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
উত্তর: ) ‘অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে
১৪. সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য?
উত্তর: ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
১৫. সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
উত্তর: ) ১৫৪ ধারা
১৬. কোন মামলা প্রমাণের জন্য কত জন সাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
উত্তর: ) কোন নির্দিষ্ট সংখ্যক নয়
১৭. ফৌজদারী মামলায় প্রসিকিউশনপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিওর কোডএর ৩৪২ ধারা অনুসারে-
উত্তর: ) আসামীদের পরীক্ষা করবে
১৮. একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে- সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
উত্তর: ) উক্ত স্বীকারোক্তি আইনতঃ অগ্রহণযোগ্য
১৯. একটি জেলাজজ আদালত নিম্নের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে?
উত্তর: ) কোন অধঃস্তন দেওয়ানী আদালতের কার্যক্রম
২০. নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?
উত্তর: ) যখন কোন ট্রাস্টি কোন সংশ্লিষ্ট ট্রাস্ট্রের পরিপন্থি চুক্তি করে
২১. সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেয়া যায়?
উত্তর: ) প্রকার
২২. ‘’, ‘’-এর নিকট ১০ শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত ১০ শতকের মধ্যে শতক সাভার, শতক ধামরাই এবং শতক কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত। উক্ত দলিলটি রেজিস্ট্রির জন্য কোথায় উপস্থাপন করতে হবে?
উত্তর: ) সাভার সাব-রেজিস্ট্রার অফিসে
২৩. চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
উত্তর: ) বছর
২৪. বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তর: ) জাতীয় সংসদ
২৫. সংসদ ভেঙ্গে যাওয়া ব্যতীত অন্য কোনকারণে সংসদের সদস্য পদ শূন্য হলে, পদটি শূন্য হবার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে?
উত্তর: ) ৯০ দিন
২৬. কোন বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার সময়সীমা কতদিন?
উত্তর: ) ১৫ দিন
২৭. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
উত্তর: ) নির্বাচন কমিশন
২৮. বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন-
উত্তর: ) বাংলাদেশের রাষ্ট্রপতি
২৯. একজন হানাফি মুসলিম তার মোট সম্পত্তির সর্বোচ্চ কত অংশ হেবা করতে পারে?
উত্তর: ) সম্পূর্ণ অংশ
৩০. হিন্দু আইনে অনুমোদিত বিবাহ কত প্রকার?
উত্তর: ) প্রকার

The Penal Code ,1860
The Penal Code, 1860
4. The Penal Code -1860
১) P.C অর্থ কি ?
() penal code
() code of penal
() penal for code
() উপরের সবকয়টি
উত্তর : ()
২)দন্ডবিধি প্রনীত হয় কত সালে-)
() ১৮৬০
() ১৮৭০
() ১৮৮০
() ১৮৯০
উত্তর : ()
৩)দন্ডবিধি কোন ধারায় Common Object জনিত দায় সস্পর্কে বিধান আছে-
() ১০৯
() ১৪১
() ১৪৯
() ৩৪
উত্তর : ()
৪)দন্ডবিধি অনুশারে কত বয়সের কম বয়সের শিশুর কর্মকান্ড শাশ্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয় না-(৩০.০৩.২০১২ )
() বছর
() বছর
() বছর
() ১২ বছর
উত্তর : ()
৫) দন্ডবিধির কত ধারায় অপরাধের শাস্তি মৃত্যূদন্ড হবে না ?-
() ৩০২ ধারা
() ৩০৩ ধারা
() ৩০৪ ধারা
() ৩৯৬ ধারা
উত্তর : ()
৬) দন্ডবিধিতে মোট কয়টি ধারা আছে ?
() ৫০৮ টি
() ৫০৯ টি
() ৫১০ টি
() ৫১১ টি
উত্তর : ()
৭)দন্ডবিধির ৩৪ ধারার ভাষ্য কি ? (৩০.০৩.২০১২)
() Common Object
() Common Intention
() Common work
() Common crime
উত্তর : ()
৮) নিন্ম বর্ণিত অভিব্যক্তিগুলির মধ্রে কোনটি দন্ডবিধিতে উল্লেখিত আছে এবং তা Mens rea কে নির্দেশ করে-(৩০.০৩.২০১২ )
() Guilty mind
() Criminal mind
() Good faith
() Dishonestly
উত্তর : ()
৯)দন্ডবিধির ১৪৯ ধারার ভাষ্য কি ?
() Common Object
() Common Intention
() Common work
() Common crime
উত্তর : ()
১০)দন্ডবিধি কোন ধরনের আইন-(৩০.০৩.২০১২ )
() Substantive Law
() সামাজিক শৃংখলা রক্ষাকারী আইন
() সংস্কার মূলক আইন
() পদ্বতি বিষয়ক আইন
উত্তর : ()
১১)দন্ডবিধির কোন ধারা মোতাবেক ম্যৃতু দন্ডহ্রাস করা হয় ?
() দন্ডবিধির ৫২ ধারা
() দন্ডবিধির ৫৩ ধারা
() দন্ডবিধির ৫৪ ধারা
() দন্ডবিধির ৫৫ ধারা
উত্তর : ()
১২)এর প্ররোচনায় সরকারি কর্মচারীতার জিম্মায় থাকা সরকারি টাকা আত্নসাৎ করেছে দন্ডবিধি অনুসারেএর কি শাশ্তি হতে পারে ? -
() কোন শাশ্তি হবে না
() ‘এর সমান শাশ্তি
() ‘এর অর্ধেক শাশ্তি
() ‘এর দ্বিগুন শাশ্তি
উত্তর : ()
১৩)দন্ডবিধির কোন ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড হ্রাস করা হয় ?
() দন্ডবিধির ৫২ ধারা
() দন্ডবিধির ৫৩ ধারা
() দন্ডবিধির ৫৪ ধারা
() দন্ডবিধির ৫৫ ধারা
উত্তর : ()
১৪)দন্ডবিধির কোন ধারা মোতাবেক নির্জন কারাবাস দেওয়া হয় ?
() দন্ডবিধির ৭২ ধারা
() দন্ডবিধির ৭৩ ধারা
() দন্ডবিধির ৭৪ ধারা
() দন্ডবিধির ৭৫ ধারা
উত্তর : ()
১৫)দন্ডবিধির কোন ধারায় ব্যাক্তিগত প্রতিরক্ষায় কৃত কাযসমূহ সস্পর্কে বলা হয়েছে ?
() দন্ডবিধির ৯৫ ধারা
() দন্ডবিধির ৯৬ ধারা
() দন্ডবিধির ৯৭ ধারা
() দন্ডবিধির ৯৮ ধারা
উত্তর : ()
১৬)দন্ডবিধি অনুযায়ী আত্নরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটান যায় কোন ক্ষেত্রে ? -(৩০.০৩.২০১২ )
() মানহানি
() রাতের বেল ঘর ভেঙ্গে অনুপ্রবেশ
() আঘাত (sec-100)
() রাষ্ট্রদোহিতা
উত্তর : ()
১৭)দন্ডবিধির কোন ধারায় শরীর সস্পত্তি সস্পকিত অধিকার বলা হয়েছে ?
() দন্ডবিধির ৯৫ ধারা
() দন্ডবিধির ৯৬ ধারা
() দন্ডবিধির ৯৭ ধারা
() দন্ডবিধির ৯৮ ধারা
উত্তর : ()
১৮)দন্ডবিধির কোন ধারায় অপ্রকৃতিস্থ ইত্যাদি ব্যাক্তির কার্যের বিরুদ্ধে ব্যাক্তিগত প্রতিরক্ষার অধিকার বলা হয়েছে ?
() দন্ডবিধির ৯৫ ধারা
() দন্ডবিধির ৯৬ ধারা
() দন্ডবিধির ৯৭ ধারা
() দন্ডবিধির ৯৮ ধারা
উত্তর : ()
১৯)দন্ডবিধির কোন ধারায় সস্পত্তিসস্পর্কিত ব্যাক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটাবার ক্ষেত্রে প্রযোজ্য হয় ? (৩০.০৩.২০১২)
() দন্ডবিধির ৯৭ ধারা
() দন্ডবিধির ৯৮ ধারা
() দন্ডবিধির ৯৯ ধারা
() দন্ডবিধির ১০০ ধারা
উত্তর : ()
২০) দন্ডবিধির কোন ধারায় দেহের ব্যাক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটাবার ক্ষেত্রে প্রযোজ্য হয় ?
() দন্ডবিধির ১০০ ধারা
() দন্ডবিধির ১০১ ধারা
() দন্ডবিধির ১০২ ধারা
() দন্ডবিধির ১০৩ ধারা
উত্তর : ()
২১)দন্ডবিধির কোন ধারায় দুষ্কর্মে সহায়তার শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১০৭ ধারা
() দন্ডবিধির ১০৮ ধারা
() দন্ডবিধির ১০৯ ধারা
() দন্ডবিধির ১১০ ধারা
উত্তর : ()
২২)দন্ডবিধির কোন ধারায় অপরাধ মূলক ষড়যন্ত্রের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১২০ ধারা
() দন্ডবিধির ১২০এ ধারা
() দন্ডবিধির ১২০বি ধারা
() দন্ডবিধির ১২০সি ধারা
উত্তর : ()
২৩)দন্ডবিধির কোন ধারায় রাষ্ট্রদ্রোহ শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১২৪ ধারা
() দন্ডবিধির ১২৪এ ধারা
() দন্ডবিধির ১২৪বি ধারা
() দন্ডবিধির ১২৪সি ধারা
উত্তর : ()
২৪)দন্ডবিধি অনুযায়ী বে-আইনী সমাবেশ(Unlawful Assembly)গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যাক্তির উপস্থিতি প্রয়োজন
() জন
() জন
() জন (sec-141)
() জন
উত্তর : ()
২৫) দন্ডবিধির কোন ধারায় বেআইনী সমাবেশের সংগা রয়েছে
() দন্ডবিধির ১৪১ ধারা
() দন্ডবিধির ১৪২ ধারা
() দন্ডবিধির ১৪৩ ধারা
() দন্ডবিধির ১৪৪ ধারা
উত্তর : ()
২৬)দন্ডবিধির কোন ধারায় বেআইনী সমাবেশের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১৪১ ধারা
() দন্ডবিধির ১৪২ ধারা
() দন্ডবিধির ১৪৩ ধারা
() দন্ডবিধির ১৪৪ ধারা
উত্তর : ()
২৭)দন্ডবিধির কোন ধারায় মারাত্নক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী সমাবেশের যোগদান করার শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১৪১ ধারা
() দন্ডবিধির ১৪২ ধারা
() দন্ডবিধির ১৪৩ ধারা
() দন্ডবিধির ১৪৪ ধারা
উত্তর : ()
২৮)দন্ডবিধির কোন ধারায় দ্ঙ্গার সংগা রয়েছে
() দন্ডবিধির ১৪৫ ধারা
() দন্ডবিধির ১৪৬ ধারা
() দন্ডবিধির ১৪৭ ধারা
() দন্ডবিধির ১৪৮ ধারা
উত্তর : ()
২৯)দন্ডবিধির কোন ধারায় দাঙ্গার শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১৪৫ ধারা
() দন্ডবিধির ১৪৬ ধারা
() দন্ডবিধির ১৪৭ ধারা
() দন্ডবিধির ১৪৮ ধারা
উত্তর : ()
৩০)দন্ডবিধির কোন ধারায় মারাত্নক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সংঘগন এর শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১৪৫ ধারা
() দন্ডবিধির ১৪৬ ধারা
() দন্ডবিধির ১৪৭ ধারা
() দন্ডবিধির ১৪৮ ধারা
উত্তর : ()
৩১)দন্ডবিধির কোন ধারায় মারামারীর সংগা রয়েছে
() দন্ডবিধির ১৫৭ ধারা
() দন্ডবিধির ১৫৮ ধারা
() দন্ডবিধির ১৫৯ ধারা
() দন্ডবিধির ১৬০ ধারা
উত্তর : ()
৩২)দন্ডবিধির কোন ধারায় মারামারীর শাস্তির বিধান রয়েছে
(() দন্ডবিধির ১৫৭ ধারা
() দন্ডবিধির ১৫৮ ধারা
() দন্ডবিধির ১৫৯ ধারা
() দন্ডবিধির ১৬০ ধারা
উত্তর : ()
৩৩)দন্ডবিধির কোন ধারায় ঘুষ সংগা রয়েছে
() দন্ডবিধির ১৭১এ ধারা
() দন্ডবিধির ১১৭১বি ধারা
() দন্ডবিধির ১৭১ডি ধারা
() দন্ডবিধির ১৭১ই ধারা
উত্তর : ()
৩৪)দন্ডবিধির কোন ধারায় ঘুষ শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১৭১এ ধারা
() দন্ডবিধির ১১৭১বি ধারা
() দন্ডবিধির ১৭১ডি ধারা
() দন্ডবিধির ১৭১ই ধারা
উত্তর : ()
৩৫)দন্ডবিধির কোন ধারায় মিথ্যা সাক্ষ্যদানের সংগা রয়েছে
() দন্ডবিধির ১৯০ ধারা
() দন্ডবিধির ১৯১ ধারা
() দন্ডবিধির ১৯২ ধারা
() দন্ডবিধির ১৯৩ ধারা
উত্তর : ()
৩৬)দন্ডবিধির কোন ধারায় মিথ্যা সাক্ষ্যদানের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১৯০ ধারা
() দন্ডবিধির ১৯১ ধারা
() দন্ডবিধির ১৯২ ধারা
() দন্ডবিধির ১৯৩ ধারা
উত্তর : ()
৩৭)দন্ডবিধির কোন ধারায় মিথ্যা সার্টিফিকেট দান করা বা তাতে স্বাক্ষর করার শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ১৯৫ ধারা
() দন্ডবিধির ১৯৬ ধারা
() দন্ডবিধির ১৯৭ ধারা
() দন্ডবিধির ১৯৮ ধারা
উত্তর : ()
৩৮)দন্ডবিধির কোন ধারায় অপরাধিকে আশ্রয়দানের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ২১০ ধারা
() দন্ডবিধির ২১১ ধারা
() দন্ডবিধির ২১২ ধারা
() দন্ডবিধির ২১৩ ধারা
উত্তর : ()
৩৯) দন্ডবিধির কোন ধারায় দস্যু বা ডাকাতকে আশ্রয়দানের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ২১৬ ধারা
() দন্ডবিধির ২১৬এ ধারা
() দন্ডবিধির ২১৬বি ধারা
() দন্ডবিধির ২১৭ ধারা
উত্তর : ()
৪০)দন্ডবিধির কোন ধারায় মুদ্রার সংগা রয়েছে
() দন্ডবিধির ২৩০ ধারা
() দন্ডবিধির ২৩১ ধারা
() দন্ডবিধির ২৩২ ধারা
() দন্ডবিধির ২৩৩ ধারা
উত্তর : ()
৪১)দন্ডবিধির কোন ধারায় মুদ্রা জালকরনের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ২৩০ ধারা
() দন্ডবিধির ২৩১ ধারা
() দন্ডবিধির ২৩২ ধারা
() দন্ডবিধির ২৩৩ ধারা
উত্তর : ()
৪২)দন্ডবিধির কোন ধারায় বাংলাদেশী মুদ্রা জালকরনের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ২৩০ ধারা
() দন্ডবিধির ২৩১ ধারা
() দন্ডবিধির ২৩২ ধারা
() দন্ডবিধির ২৩৩ ধারা
উত্তর : ()
৪৩)দন্ডবিধির কোন ধারায় জালমুদ্রা আমদানী বা রপ্তানী শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ২৩৫ ধারা
() দন্ডবিধির ২৩৬ ধারা
() দন্ডবিধির ২৩৭ ধারা
() দন্ডবিধির ২৩৮ ধারা
উত্তর : ()
৪৪)দন্ডবিধির কোন ধারায় বাংলাদেশী মুদ্রার নকল সমূহ আমদানী বা রপ্তানী শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ২৩৫ ধারা
() দন্ডবিধির ২৩৬ ধারা
() দন্ডবিধির ২৩৭ ধারা
() দন্ডবিধির ২৩৮ ধারা
উত্তর : ( )
৪৫)দন্ডবিধির কোন ধারায় গণ উপদ্রব এর সংগা রয়েছে
() দন্ডবিধির ২৬৭ ধারা
() দন্ডবিধির ২৬৮ ধারা
() দন্ডবিধির ২৬৯ ধারা
() দন্ডবিধির ২৭০ ধারা
উত্তর : ()
৪৬) কোন ধারায় ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রয়ের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ২৭০ ধারা
() দন্ডবিধির ২৭১ ধারা
() দন্ডবিধির ২৭২ধারা
() দন্ডবিধির ২৭৩ ধারা
উত্তর : ()
৪৭) কোন ধারায় অপরাধজনক নরহত্যার সংগা রয়েছে
() দন্ডবিধির ২৯৯ ধারা
() দন্ডবিধির ৩০০ ধারা
() দন্ডবিধির ৩০১ ধারা
() দন্ডবিধির ৩০২ ধারা
উত্তর : ()
৪৮) কোন ধারায় খুন এর সংগা রয়েছে
() দন্ডবিধির ২৯৯ ধারা
() দন্ডবিধির ৩০০ ধারা
() দন্ডবিধির ৩০১ ধারা
() দন্ডবিধির ৩০২ ধারা
উত্তর : ()
৪৯) কোন ধারায় খুনের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ২৯৯ ধারা
() দন্ডবিধির ৩০০ ধারা
() দন্ডবিধির ৩০১ ধারা
() দন্ডবিধির ৩০২ ধারা
উত্তর : ()
৫০)যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যক্তি কতৃক অনুষ্ঠিত খুনের শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ৩০২ ধারা
() দন্ডবিধির ৩০৩ ধারা
() দন্ডবিধির ৩০৪ ধারা
() দন্ডবিধির ৩০৫ ধারা
উত্তর : ()
৫১) খুন বলে গন্যনয় এইরুপ অপরাধজনক নরহত্যার শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ৩০২ ধারা
() দন্ডবিধির ৩০৩ ধারা
() দন্ডবিধির ৩০৪ ধারা
() দন্ডবিধির ৩০৫ ধারা
উত্তর : ()
৫২) অবহেলার ফলে ঘটিত মৃত্যুর শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ৩০২ ধারা
() দন্ডবিধির ৩০৩ ধারা
() দন্ডবিধির ৩০এ ধারা
() দন্ডবিধির ৩০৪বি ধারা
উত্তর : ()
৫৩)আত্নহত্যায় সহায়তাকরণ এর শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ৩০৫ ধারা
() দন্ডবিধির ৩০৬ ধারা
() দন্ডবিধির ৩০৭ ধারা
() দন্ডবিধির ৩০৮ ধারা
উত্তর : ()
৫৪)খুনের উদ্যোগ এর শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ৩০৫ ধারা
() দন্ডবিধির ৩০৬ ধারা
() দন্ডবিধির ৩০৭ ধারা
() দন্ডবিধির ৩০৮ ধারা
উত্তর : ()
৫৫)নরহত্যার প্রচেষ্টা এর শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ৩০৫ ধারা
() দন্ডবিধির ৩০৬ ধারা
() দন্ডবিধির ৩০৭ ধারা
() দন্ডবিধির ৩০৮ ধারা
উত্তর : ()
৫৬)আত্নহত্যা করবার উদ্যোগ এর শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ৩০৮ ধারা
() দন্ডবিধির ৩০৯ ধারা
() দন্ডবিধির ৩১০ ধারা
() দন্ডবিধির ৩১১ ধারা
উত্তর : ()
৫৭)ঠগ এর সংগা রয়েছে
() দন্ডবিধির ৩০৮ ধারা
() দন্ডবিধির ৩০৯ ধারা
() দন্ডবিধির ৩১০ ধারা
() দন্ডবিধির ৩১১ ধারা
উত্তর : ()
৫৮)ঠগ এর শাস্তির বিধান রয়েছে
() দন্ডবিধির ৩০৮ ধারা
() দন্ডবিধির ৩০৯ ধারা
() দন্ডবিধির ৩১০ ধারা
() দন্ডবিধির ৩১১ ধারা
উত্তর : ()
৫৯)আঘাত এর সংগা রয়েছে
() দন্ডবিধির ৩১৯ ধারা
() দন্ডবিধির ৩২০ ধারা
() দন্ডবিধির ৩২১ ধারা
() দন্ডবিধির ৩২২ ধারা
উত্তর : ()
৬০)গুরুতর আঘাত এর সংগা রয়েছে
() দন্ডবিধির ৩১৯ ধারা
() দন্ডবিধির ৩২০ ধারা
() দন্ডবিধির ৩২১ ধারা
() দন্ডবিধির ৩২২ ধারা
উত্তর : ()
৬১)দন্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত
() পায়ে রক্তাক্ত জখম
() হাতে জখম
() পিঠে স্তায়ী ক্ষত
() দাত ভেঙ্গে ফেলা
উত্তর : ()
৬২) স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার সংগা রয়েছে
() দন্ডবিধির ৩১৯ ধারা
() দন্ডবিধির ৩২০ ধারা
() দন্ডবিধির ৩২১ ধারা
() দন্ডবিধির ৩২২ ধারা
উত্তর : ()
৬৩)স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করার সংগা রয়েছে
() দন্ডবিধির ৩১৯ ধারা
() দন্ডবিধির ৩২০ ধারা
() দন্ডবিধির ৩২১ ধারা
() দন্ডবিধির ৩২২ ধারা
উত্তর : ()
৬৪)স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তির বিধান কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩২৩ ধারা
() দন্ডবিধির ৩২৪ধারা
() দন্ডবিধির ৩২৫ ধারা
() দন্ডবিধির ৩২৬ ধারা
উত্তর : ()
৬৫) স্বেচ্ছাকৃতভাবে মারাত্নক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দানের শাস্তির বিধান কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩২৩ ধারা
() দন্ডবিধির ৩২৪ধারা
() দন্ডবিধির ৩২৫ ধারা
() দন্ডবিধির ৩২৬ ধারা
উত্তর : ()
৬৬) স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তির বিধান কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩২৩ ধারা
() দন্ডবিধির ৩২৪ধারা
() দন্ডবিধির ৩২৫ ধারা
() দন্ডবিধির ৩২৬ ধারা
উত্তর : ()
৬৭) স্বেচ্ছাকৃতভাবে মারাত্নক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তির বিধান কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩২৩ ধারা
() দন্ডবিধির ৩২৪ধারা
() দন্ডবিধির ৩২৫ ধারা
() দন্ডবিধির ৩২৬ ধারা
উত্তর : ()
৬৮)অবৈধ বাধাদানের সংগা রয়েছে
() দন্ডবিধির ৩৩৯ ধারা
() দন্ডবিধির ৩৪০ ধারা
() দন্ডবিধির ৩৪১ ধারা
() দন্ডবিধির ৩৪২ ধারা
উত্তর : ()
৬৯)অবৈধ অবরোধ এর সংগা রয়েছে
() দন্ডবিধির ৩৩৯ ধারা
() দন্ডবিধির ৩৪০ ধারা
() দন্ডবিধির ৩৪১ ধারা
() দন্ডবিধির ৩৪২ ধারা
উত্তর : ()
৭০)অবৈধ বাধাদানের শাস্তির কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩৩৯ ধারায়
() দন্ডবিধির ৩৪০ ধারায়
() দন্ডবিধির ৩৪১ ধারায়
() দন্ডবিধির ৩৪২ ধারায়
উত্তর : ()
৭১)অবৈধ অবরোধ শাস্তির কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩৩৯ ধারায়
() দন্ডবিধির ৩৪০ ধারায়
() দন্ডবিধির ৩৪১ ধারায়
() দন্ডবিধির ৩৪২ ধারায়
উত্তর : ()
৭২)অপরাধমূলক বলপ্রয়োগ এর সংগা রয়েছে
() দন্ডবিধির ৩৫০ ধারা
() দন্ডবিধির ৩৫১ ধারা
() দন্ডবিধির ৩৫২ ধারা
() দন্ডবিধির ৩৫৩ ধারা
উত্তর : ()
৭৩)কোন ব্যাক্তি কতৃক বাহিত সস্পত্তি চুরি করার উদ্যোগে আক্রমন বা অপরাধমূলক বলপ্রয়োগ এর শাস্তির কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩৫৪ ধারায়
() দন্ডবিধির ৩৫৫ ধারায়
() দন্ডবিধির ৩৫৬ ধারায়
() দন্ডবিধির ৩৫৭ ধারায়
উত্তর : ()
৭৪)অবৈধভাবে অবরোধ করার উদ্যোগে আক্রমন বা অপরাধমূলক বলপ্রয়োগ এর শাস্তির কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩৫৪ ধারায়
() দন্ডবিধির ৩৫৫ ধারায়
() দন্ডবিধির ৩৫৬ ধারায়
() দন্ডবিধির ৩৫৭ ধারায়
উত্তর : ()
৭৫)মনুষ্য হরণ বা অপহরণ এর সংগা রয়েছে
() দন্ডবিধির ৩৫৯ ধারা
() দন্ডবিধির ৩৬০ ধারা
() দন্ডবিধির ৩৬১ ধারা
() দন্ডবিধির ৩৬২ ধারা
উত্তর : ()
৭৬) ১৫ বছরের ১টি ছেলের সম্মতিতে পড়াশোনার জন্য তাকেবিদেশ নিয়ে যায় দন্ডবিধি অনুসারেকি অপরাধ করেছে -(৩০.০৩.২০১২ )
() অপহরন
() শিশুপাচার
() বেআইনি আটক
() মানব পাচার
উত্তর : ( )
৭৭) অপবাহণ এর সংগা রয়েছে
() দন্ডবিধির ৩৫৯ ধারা
() দন্ডবিধির ৩৬০ ধারা
() দন্ডবিধির ৩৬১ ধারা
() দন্ডবিধির ৩৬২ ধারা
উত্তর : ()
৭৮)দন্ডবিধি অনুশারে অপহরন (kidnapping)কত প্রকার -
() প্রকার
() প্রকার
() প্রকার
() প্রকার
উত্তর : ()
৭৯)মনুষ্য হরণ বা অপহরণ এর শাস্তির কত ধারায় রয়েছে
() দন্ডবিধির ৩৬২ ধারায়
() দন্ডবিধির ৩৬৩ ধারায়
() দন্ডবিধির ৩৬৪ ধারায়
() দন্ডবিধির ৩৬৫ ধারায়
উত্তর : ()
৮০) চুরির সংগা রয়েছে
() দন্ডবিধির ৩৭৮ ধারায়
() দন্ডবিধির ৩৭৯ ধারায়
() দন্ডবিধির ৩৮০ ধারায়
() দন্ডবিধির ৩৮১ ধারায়
উত্তর : ()
৮১) কোন ক্ষেত্রে চুরি সম্ভব নয়
() নগদ টাকা
() আসবাবপত্র
() জমি
() অলংকার
উত্তর : ()
৮২)চুরির শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৩৭৮ ধারায়
() দন্ডবিধির ৩৭৯ ধারায়
() দন্ডবিধির ৩৮০ ধারায়
() দন্ডবিধির ৩৮১ ধারায়
উত্তর : ()
৮৩)দোকান থেকে ঘড়ি চুরির জন্য সবোর্চ্চ কোন মেয়াদে কারাদন্ড হতে পারে ?-(৩০.০৩.২০১২ )
() মাস
() বছর
() বছর
() বছর
উত্তর : ()
৮৪) বাসগৃহ ইত্যাদিতে চুরির শাস্তি
() দন্ডবিধির ৩৭৮ ধারায়
() দন্ডবিধির ৩৭৯ ধারায়
() দন্ডবিধির ৩৮০ ধারায়
() দন্ডবিধির ৩৮১ ধারায়
উত্তর : ()
৮৫) কেরাণী বা চাকর কতৃক চুরির শাস্তি
() দন্ডবিধির ৩৭৮ ধারায়
() দন্ডবিধির ৩৭৯ ধারায়
() দন্ডবিধির ৩৮০ ধারায়
() দন্ডবিধির ৩৮১ ধারায়
উত্তর : ()
৮৬)বলপূর্বক গ্রহনের সংগা রয়েছে
() দন্ডবিধির ৩৮৩ ধারায়
() দন্ডবিধির ৩৮৪ ধারায়
() দন্ডবিধির ৩৮৫ ধারায়
() দন্ডবিধির ৩৮৬ ধারায়
উত্তর : ()
৮৭)বলপূর্বক গ্রহনের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৩৮৩ ধারায়
() দন্ডবিধির ৩৮৪ ধারায়
() দন্ডবিধির ৩৮৫ ধারায়
() দন্ডবিধির ৩৮৬ ধারায়
উত্তর : ()
৮৮) সিন্তাই এর শাস্তি
() দন্ডবিধির ৩৮৩ ধারায়
() দন্ডবিধির ৩৮৪ ধারায়
() দন্ডবিধির ৩৮৫ ধারায়
() দন্ডবিধির ৩৮৬ ধারায়
উত্তর : ()
৮৯)দস্যুতার শাস্তি
() দন্ডবিধির ৩৯২ ধারায়
() দন্ডবিধির ৩৯৪ ধারায়
() দন্ডবিধির ৩৯৫ ধারায়
() দন্ডবিধির ৩৯৬ ধারায়
উত্তর : ()
৯০)কমপক্ষে কতজন ব্যাক্তির অংশগ্রহনে দন্ডবিধি অনুযায়ী ডাকাতি সংগঠিত হয়? -(৩০.০৩.২০১২ )
() জন
() জন
() জন
() জন
উত্তর : ()
৯১)ডাকাতির শাস্তি
() দন্ডবিধির ৩৯২ ধারায়
() দন্ডবিধির ৩৯৪ ধারায়
() দন্ডবিধির ৩৯৫ ধারায়
() দন্ডবিধির ৩৯৬ ধারায়
উত্তর : ()
৯২)অপরাধ মূলক বিস্বাশ ভঙ্গের শাস্তি
() দন্ডবিধির ৪০৫ ধারায়
() দন্ডবিধির ৪০৬ ধারায়
() দন্ডবিধির ৪০৭ ধারায়
() দন্ডবিধির ৪০৮ ধারায়
উত্তর : ()
৯৩)বাহক কতৃক অপরাধ মূলক বিস্বাশ ভঙ্গের শাস্তি
() দন্ডবিধির ৪০৫ ধারায়
() দন্ডবিধির ৪০৬ ধারায়
() দন্ডবিধির ৪০৭ ধারায়
() দন্ডবিধির ৪০৮ ধারায়
উত্তর : ()
৯৪)কেরাণী বা চাকর কতৃক অপরাধ মূলক বিস্বাশ ভঙ্গের শাস্তি
() দন্ডবিধির ৪০৫ ধারায়
() দন্ডবিধির ৪০৬ ধারায়
() দন্ডবিধির ৪০৭ ধারায়
() দন্ডবিধির ৪০৮ ধারায়
উত্তর : ()
৯৫)সরকারী কর্মচারী বা ব্যাংকার কতৃক অপরাধ মূলক বিস্বাশ ভঙ্গের শাস্তি
() দন্ডবিধির ৪০৬ ধারায়
() দন্ডবিধির ৪০৭ ধারায়
() দন্ডবিধির ৪০৮ ধারায়
() দন্ডবিধির ৪০৯ ধারায়
উত্তর : ()
৯৬)প্রতারনার সংগা দন্ডবিধির কত ধারায় আছে ? -
() ৪২০
() ৪১৬
() ৪১৫
() ৪০৬
উত্তর : ()
৯৭)অপরের রুপ ধারনা পূর্বক প্রতারনার শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪১৫ ধারায়
() দন্ডবিধির ৪১৬ ধারায়
() দন্ডবিধির ৪১৭ ধারায়
() দন্ডবিধির ৪২০ ধারায়
উত্তর : ()
৯৮)প্রতারনার শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪১৫ ধারায়
() দন্ডবিধির ৪১৬ ধারায়
() দন্ডবিধির ৪১৭ ধারায়
() দন্ডবিধির ৪২০ ধারায়
উত্তর : ()
৯৯)প্রতারনা সস্পত্তি সমর্পন করার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করার শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪১৫ ধারায়
() দন্ডবিধির ৪১৬ ধারায়
() দন্ডবিধির ৪১৭ ধারায়
() দন্ডবিধির ৪২০ ধারায়
উত্তর : ()
১০০)অনিষ্টের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪২৫ ধারায়
() দন্ডবিধির ৪২৬ ধারায়
() দন্ডবিধির ৪২৭ ধারায়
() দন্ডবিধির ৪২৮ ধারায়
উত্তর : ()
১০১)অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৪৭ ধারায়
() দন্ডবিধির ৪৪৮ ধারায়
() দন্ডবিধির ৪৪৯ ধারায়
() দন্ডবিধির ৪৫০ ধারায়
উত্তর : ()
১০২)অনধিকার গৃহেপ্রবেশের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৪৭ ধারায়
() দন্ডবিধির ৪৪৮ ধারায়
() দন্ডবিধির ৪৪৯ ধারায়
() দন্ডবিধির ৪৫০ ধারায়
উত্তর : ()
১০৩)সঙ্গোপনে অনধিকার গৃহেপ্রবেশ বা অপথে গৃহেপ্রবেশের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৫২ ধারায়
() দন্ডবিধির ৪৫৩ ধারায়
() দন্ডবিধির ৪৫৪ ধারায়
() দন্ডবিধির ৪৫৬ ধারায়
উত্তর : ()
১০৪)রাত্রিকালে সঙ্গোপনে অনধিকার গৃহেপ্রবেশ বা অপথে গৃহেপ্রবেশের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৫২ ধারায়
() দন্ডবিধির ৪৫৩ ধারায়
() দন্ডবিধির ৪৫৪ ধারায়
() দন্ডবিধির ৪৫৬ ধারায়
উত্তর : ()
১০৫)জালিয়াতির শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৬০ ধারায়
() দন্ডবিধির ৪৬৫ ধারায়
() দন্ডবিধির ৪৬৬ ধারায়
() দন্ডবিধির ৪৬৭ ধারায়
উত্তর : ()
১০৬)অভিযোগ করে যে তার ভাইএকটি সাদা কাগজে তার পিতার সই নকল করেছে দন্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ -(৩০.০৩.২০১২ )
() জালিয়াতি
() অপরাধ জনক বিশ্বাস ভঙ্গ
() প্রতারনা
() কোনটাই নয়
উত্তর : ()
১০৭)আদালতের নীথপত্র বা সরকারী রেজিস্ট্রার ইত্যাদি জালকরনের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৬০ ধারায়
() দন্ডবিধির ৪৬৫ ধারায়
() দন্ডবিধির ৪৬৬ ধারায়
() দন্ডবিধির ৪৬৭ ধারায়
উত্তর : ()
১০৮) মূল্যবান জামানত উইল ইত্যাদি জালকরনের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৬০ ধারায়
() দন্ডবিধির ৪৬৫ ধারায়
() দন্ডবিধির ৪৬৬ ধারায়
() দন্ডবিধির ৪৬৭ ধারায়
উত্তর : ()
১০৯)প্রতারনা করার উদ্যেশ্যে জালিয়াতির শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৬৬ ধারায়
() দন্ডবিধির ৪৬৭ ধারায়
() দন্ডবিধির ৪৬৮ ধারায়
() দন্ডবিধির ৪৬৯ ধারায়
উত্তর : ()
১১০) মানহানির উদ্যেশ্যে জালিয়াতির শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৬৬ ধারায়
() দন্ডবিধির ৪৬৭ ধারায়
() দন্ডবিধির ৪৬৮ ধারায়
() দন্ডবিধির ৪৬৯ ধারায়
উত্তর : ()
১১১) জাল দলিলকরনের শাস্তি
() দন্ডবিধির ৪৬৮ ধারায়
() দন্ডবিধির ৪৬৯ ধারায়
() দন্ডবিধির ৪৭০ ধারায়
() দন্ডবিধির ৪৭১ ধারায়
উত্তর : ()
**. স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করনের শাস্তি
() দন্ডবিধির ৪৯৩ ধারায়
() দন্ডবিধির ৪৯৪ ধারায়
() দন্ডবিধির ৪৯৫ ধারায়
() দন্ডবিধির ৪৯৬ ধারায়
উত্তর : ()
**. মানহানির সংগা রয়েছে
() দন্ডবিধির ৪৯৯ ধারায়
() দন্ডবিধির ৫০০ ধারায়
() দন্ডবিধির ৫০১ ধারায়
() দন্ডবিধির ৫০২ ধারায়
উত্তর : ()
**. মানহানির শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৪৯৯ ধারায়
() দন্ডবিধির ৫০০ ধারায়
() দন্ডবিধির ৫০১ ধারায়
() দন্ডবিধির ৫০২ ধারায়
উত্তর : ()
**. অপরাধ মূলক ভীতি প্রদর্শনের শাস্তি রয়েছে
() দন্ডবিধির ৫০৫ ধারায়
() দন্ডবিধির ৫০৬ ধারায়