Tuesday, 15 March 2016

Bar council Preparation



THE CODE OF CIVIL PROCEDURE (C.P.C) বা দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের নং আইন
যা একই বছর অর্থাৎ ১৯০৮ সালের ২১ শে মার্চ গৃহীত হয় এবং ১৯০৯ সালের ১লা জানুয়ারী থেকে কার্যকর হয় দেওয়ানী কার্যবিধিতে মোট ১৫৮ টি ধারা এবং ৫১ টি আদেশ আছে
যার মধ্যে বর্তমানে ১৫৫ টি ধারা ৫০ টি আদেশ কার্যকর আছে
দেওয়ানী কার্যবিধি একটি পদ্ধতিগত বা বিশ্লেষণিক (Procedural Law) আইন
যদিও এই আইনে মূল আইনের(Substantive Law) কিছু উপাদান বিদ্যমান আছে
কোড (Code): দেওয়ানী কার্যবিধি, ১৯০৮এর () ধারার ব্যাখ্যা অনুযায়ী, দেওয়ানী কার্যবিধির ধারাসমূহ (Sections) নিয়মাবলীকে (Rules) একত্রে কোড বলে
রুলস (Rules): দেওয়ানী কার্যবিধি, ১৯০৮এর (১৮) ধারা অনুযায়ী, রুলস হল, প্রথম তফসিলে বর্ণিত অথবা ১২২ বা ১২৫ ধারার অধীনে প্রণীত নিয়মাবলী বা ফরমসমূহ
.বাংলাদেশ দণ্ডবিধি সালের আইন?
১৯৬০ সালের ৪৫ নং আইন
.বাংলাদেশ দণ্ডবিধি নিম্নলিখিত কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ?
) বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক, ) বাংলাদেশে বাইরে অবস্থানরত বাংলাদেশী নাগরিক, ) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যক্তি
.বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে 'জজ' এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ধারা ১৯
. বাংলাদেশ দণ্ডবিধিতে কয় ধরণের সরকারি কর্মকর্তার কথা উল্লেখ আছে?
১২ ধরণের
. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে 'কমন ইন্টেনশন' এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ধারা ৩৪
. মেনস রিয়া বলতে বুঝায়?
দোষযুক্ত মন
. আত্মহত্যার সহায়তাকারীর সর্বোচ্চ শাস্তি কি?
বছর কারাদণ্ড এবং অর্থ দণ্ড
. কোন ধারা অনুযায়ী বাংলাদেশে সমকামিতা অপরাধ?
৩৭৭ ধারা অনুযায়ী
. সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?
২৫৫ ধারায়
১০. বাংলাদেশের মুদ্রা জাল কথা জানা সত্ত্বেও তা ব্যবহার করার শাস্তি কি?
সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড জরিমানা
১১. বেআইনি সমাবেশ সংঘটিত হতে হলে সর্বাধিক কত জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন ?
বা তার বেশি
১২. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে আঘাত এর কথা বলা হয়েছে?
৩১৯
১৩. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে আঘাত এর শাস্তির কথা বলা হয়েছে ?
৩২৩ ধারাতে
১৪. মনুষ্য হরণ কত প্রকার?
প্রকার





১৫. নিম্নের কোনটি গুরতর আঘাত নয়?
) পুরুষত্বহীন করণ, )মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, )দাঁতের প্রকৃতি পরিবর্তন, )হাড় ভাঙ্গা,
)দাঁতের প্রকৃতি পরিবর্তন
টিপস- .সুনিদিষ্ট প্রতিকার আইন বিষয়
0১৫ সালের এডভোকেটশীপ (বার কাউন্সিল) MCQ পরীক্ষার্থীদের জন্য -
. সুনিদিষ্ট প্রতিকার কত সালের আইন ?
১৮৭৭ সালের
. সুনিদিষ্ট প্রতিকার আইনে কতটি ধারা আছে ?
৫৭ টি
. জমির স্বত্ব ঘোষনা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরে তামাদির মেয়াদ কত ?
মাস (sec-9)
. স্বত্বসাব্যস্ত খাস দখলের মামলা করতে হয় কোন আইনে ?
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা অনুযায়ী
. দখল পুনরুদ্বারের মামলা করতে হয় কোন আইনের কত ধারা মোতাবেক করতে হয় ?
সুনিদিষ্ট প্রতিকার আইনের ধারা অনুযায়ী
. সুনির্দৃষ্ট প্রতিকার আইনের ধারা অনুশারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমান করতে হয় ?
দখল বেদখল
. দলিল সংশোধনের জন্য কত ধারায় মামলা করতে হবে ?
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারায়
. কলেজের অধ্যক্ষ হিসাবে কোন ব্যাক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দৃষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব ?
৪২ ধারা
. দলিল বাতিলের জন্য কত ধারায় মামলা করতে হবে ?
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারায়
১০. ঘোষনা মূলক মোকদ্দমা /মামলা কত ধারায় করতে হবে ?
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায়
১১. সুনির্দৃষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞা আছে ?
প্রকার
১২. স্থায়ী নিশেধাজ্ঞার জন্য কত ধারায় দরখাস্ত করতে হবে ?
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায়
১৪. রিসিভার নিয়োগ কত ধারায় বলা হয়েছে ?
সুনিদিষ্ট প্রতিকার আইনের ৪৪ ধারায়
১৫. কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয় ?
সিনেমায় অভিনয়ের চুক্তি
টিপস-5 দেওয়ানী কার্যবিধি
0১৫ সালের এডভোকেটশীপ (বার কাউন্সিল) MCQ পরীক্ষার্থীদের জন্য -
১। দেওয়ানী কার্যবিধি কখন থেকে কার্যকর হয়?
১৯০৯ সালের লা জানুয়ারী।
২। দেওয়ানী কার্যবিধির কত ধারায় ডিক্রীদারের সংজ্ঞা দেওয়া আছে?
() ধারায়।


৩। দেওয়ানী কার্যবিধির কত ধারায় সরকারী উকিল (Government Pleader) সম্পর্কে বলাহয়েছে?
()ধারায়।
৪। দেওয়ানী কার্যবিধির কত ধারায় জজ(Judge)সম্পর্ কে বলা আছে ?
()ধারায়।
৫। দেওয়ানী কার্যবিধির কত ধারায় রায় (Judgement)সম্পর্কে বলা আছে ?
() ধারায়।
৬। দেওয়ানী কার্যবিধির কত ধারায় জাজমেন্ট ডেটার এর বিধান আছে? এবং Judgement Debtor কে ?
(১০)ধারায়।Judgement Debtor যার বিরুদ্ধে ডিক্রী হয়েছে বা জারী করারউপযুক্ত আদেশ দেয়া হয়েছে।
৭।দেওয়ানী কার্যবিধির কত ধারায় উকিল(Pleader)সম্পর্কে বলা হয়েছে ?
(১৫) ধারায়।
৮। নিষেধ না থাকিলে আদালত সকল প্রকার দেওয়ানী মোকদ্দমার বিচার করিবেন দেওয়ানী কার্যবিধির কত ধারায় বলা আছে?
দেওয়ানী কার্যবিধির ধারায় বলা আছে।
৯। প্রত্যেক মোকদ্দমা উহা বিচারের ক্ষমতাসম্পন্ন নিম্নতম আদালতে দায়ের করতে হবে কত ধারায়বলা আছে ?
দেওয়ানী কার্যবিধির ১৫ ধারায়।
১০। যেখানে বিষয়বস্তু অবস্থিত, সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে কোথায় বলা আছে?
দেওয়ানী কার্যবিধির ১৬ ধারায়।
SECTION 17... UNCERTAIN JURISDICTION
টিপস- অনেকের অনুরোধে দেওয়ানী কার্যবিধির টিপস বাড়ানো হলো?
0১৫ সালের এডভোকেটশীপ (বার কাউন্সিল) MCQ পরীক্ষার্থীদের জন্য
১১. আদেশ বলতে কি বুঝায়?
দেওয়ানী আদালত কর্তৃক প্রণীত কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ, কিন্তু তা কখনোই ডিক্রি নয়
১২. আইনে উত্তরাধিকার বলতে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে?
() সম্পত্তির উত্তরাধিকারীকে, () যাদের উপর সম্পত্তি অর্পিত হয় তাকে, () সম্পত্তির সাথে বিজড়িত ব্যক্তিবর্গকে
১৩. একই পক্ষসমূহের মধ্যে একই বিষয়বস্তুর উপর যখন কোন আদালতে মামলা চলমান থাকে তখন তা অন্য আদালতে সেই পক্ষসমূহের মধ্যে সেই বিষয়বস্তুর উপর চলতে নিষেধাজ্ঞার নীতিকে বলা হয়-
রেস সাব জুডিস
১৪. ‘রেস সাব জুডিসদেওয়ানী কার্যবিধির কত নং ধারার আলোচ্য বিষয়?
ধারা ১০
১৫. পক্ষগণের মধ্যে আদালত নিষ্পত্তিকৃত বিষয়ের পুনরায় মামলা না করতে পারার নীতিকে বলে-
রেস জুডিকাটা SECTION 11
১৬. রেস জুডিকাটা হলো দেওয়ানী কার্যবিধির আলোচ্য বিষয়
ধারা ১১ এর
১৭. দেওয়ানী মামলা কোথায় দায়ের করতে হয়?
এখতিয়ারভুক্ত সর্বনিম্ন আদালতে
১৮. দেওয়ানী মামলা শুরু হয় কিসের মাধ্যমে?
আরজির মাধ্যমে


১৯. আরজি দাখিল কে করেন?
বাদী
২০. লিখিত জবাব কে দাখিল করেন?
বিবাদী
টিপস-
বাংলাদেশ লিগ্যাল প্র্যকটিসনার এন্ড বার কাউন্সিল অর্ডার
0১৫ সালের এডভোকেটশীপ (বার কাউন্সিল) MCQ পরীক্ষার্থীদের জন্য
১। বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কত জন?
১৪ জন
২। বার কাউন্সিল সংঞ্জায়িত হয়েছেন কোথায় ?
বাংলাদেশ লিগ্যাল প্র্যকটিসনার এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর (বি) অনুচ্ছেদে।
৩। এডভোকেট /উকিল এর সংজ্ঞা বার কাউন্সিলের কোথায় দেওয়া আছে ?
এর () অনুচ্ছেদে।
৪। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ কত সালের আইন?
১৯৭২ সালের আইন
৫। কার নির্দেশে বা আদেশে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল?
রাষ্ট্রপতির আদেশে
৬। কোন আইনের ভিত্তিতে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে?
বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২
৭। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ মোট কয়টি অনুচ্ছেদ আছে?
৪৬টি
৮। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ মোট কতটি বিধি আছে?
১০১টি
৯। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ কি ধরনের আইন?
মূল এবং পদ্ধতিগত আইন
১০। আইনের প্রকৃতি বিচারে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ কিরূপ আইন?
স্পেশাল বা বিশেষ আইন
১১। বাংলাদেশ বার কাউন্সিল বলতে সাধারণত কি বুঝায়?
আইনজীবীদের জন্য বিধিবদ্ধ সংস্থা
১২। বাংলাদেশ বার কাউন্সিল কোন ধরনের সংস্থা?
সংবিধিবদ্ধ
১৩। বাংলাদেশ বার কাউন্সিল কে নিয়ন্ত্রণ করে?
জাতীয় সংসদ
১৪। বর্তমানে এনরোলমেন্ট কমিটির মোট সদস্য সংখ্যা কত ?
জন।১১() অনুচ্ছেদ অনুসারে
১৫। বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে অত্র আদেশেরে কোন বিধান অনুসারে ?
, ১১ অনুচ্ছেদ অনুসারে।
১৬। বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রকাশিত র্জানালের নাম কি ?
BLD- Bangladesh Legal Decision.


১৭। বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলীর কথা কোথায় বলা আছে?
১০ নং অনুচ্ছেদে।
১৮।বাংলাদেশ বার কাউন্সিল দোষী এডভোকেটের জন্য শাস্তির বিধান রেখেছেন কত অনুচ্ছেদে ?
৩২() অনুচ্ছেদে।
১৯। একজন এডভোকেট নিযুক্তি লাভের জন্য কোন বিজ্ঞাপন দিতে পারবেন না কোথায় বলা আছে ?
Canons of Professional Conduct and Etiquette এর চ্যাপ্টার এর নং বিধিতে।
২০। একজন নবীন এডভোকেট সিনিয়ার এডভোকেটকে সম্মান করবেন কোথায় বলা আছে ?
Canons of Professional Conduct and Etiquette এর এর ১০ নং বিধিতে।
২১। বার কাউন্সিল নিজ উদ্দ্যেগে বা তরফ হতে দোষী এডভোকেটের বিরুদ্ধে বিচার নিস্পত্তি জন্য অভিযোগ ট্রাইব্রন্যালে প্রেরণ করতে পারেন কোন বিধান অনুসারে ?
অধ্যায়ের ৫০ নং বিধি অনুসারে। mutatis and mutandis.
২২। একজন এডভোকেট অন্যান্যদের সাথে ফি ভাগাভাগি করতে পারবেন না কোথায় বলা আছে ?
Canons of Professional Conduct and Etiquette এর চ্যপ্টার - এর নং বিধিতে
> >
টিপস- 3 আসন্ন ২৭/০৩/0১৫ তারিখে এডভোকেটশীপ (বার কাউন্সিল) MCQ পরীক্ষার্থীদের জন্য -
২১. আরজি প্রত্যাখানের ব্যাপারে কোন আদেশে বলা আছে?
আদেশ নং (A)
২২. আরজি প্রত্যাখানের সিদ্ধান্ত মূলত আদালতের এক প্রকার
ডিক্রি
২৩. আরজি কি কি কারণে প্রত্যাখ্যাত হয়?
() মোকদ্দমার কারণ বর্ণনা করা না হলে, () কম মূল্যের স্ট্যাম্পে আরজি দাখিল করলে, () আইন দ্বারা বাতিল বলে গণ্য হলে ইত্যাদি
২৪. বাতিলকৃত আরজি কখন পুনরায় গ্রহণযোগ্য হয়?
আরজি সংশোধন করা হলে
২৫. আরজি উপস্থাপনের ক্ষেত্রে আদালত কর্তৃক স্ট্যাম্প পেপার সংশোধনের সময়সীমা কতদিন?
২১ দিন
২৬. কোন ব্যক্তি কখন পুনরায় মামলা করতে পারে না?
() আদালতের অনুমতি না নিয়ে মামলা প্রত্যাহার করলে, () পূর্বে অন্তর্ভুক্ত ছিল না এমন কোন দাবী নিয়ে মামলা করলে
২৭. ডিক্রি সম্পাদন করা হয়-
ডিক্রি কার্যকরী আদালতের মাধ্যমে
২৮. ডিক্রি কার্যকরী আদালত কি সম্পর্কে প্রশ্ন তুলতে পারে না?
ডিক্রির বৈধতা সম্পর্কে
২৯. ডিক্রির সমালোচনা করতে পারে না কোন আদালত?
ডিক্রি কার্যকরী আদালত
৩০. কখন ডিক্রি কার্যকরী আদালত ডিক্রিটি ফিরিয়ে দিতে পারে?
ডিক্রিটি আইনের দৃষ্টিতে নিষ্ফল গণ্য হলে
টিপস-
2015 সালের এডভোকেটশীপ (বার কাউন্সিল) MCQ পরীক্ষার্থীদের জন্য -
. দেওয়ানী কার্যবিধি কত সালের আইন?
১৯০৮ BUT, EXCUITE 1909 1 ST JANUARY


. দেওয়ানী কার্যবিধি কি ধরনের আইন?
মূল আইন পদ্ধতিগত আইন
. দেওয়ানী কার্যবিধিতে ধারার সংখ্যা কতটি?
১৫৮
. দেওয়ানী কার্যবিধিতে আদেশের সংখ্যা কত?
51
. দেওয়ানী মামলা বলতে আমরা বুঝি -
স্বত্ব সম্পর্কিত সকল মামলাকে
. ডিক্রি সাধারণ কয় ধরনের?
দুই ধরনের
. মূল ডিক্রি বলতে বুঝায়?
প্রাথমিক চূড়ান্ত ডিক্রি
. ডিক্রি হলো – SECTION 2(2)
রায়ের ভিত্তি বা তর্কিত বিষয়ে আদালতের চূড়ান্ত রায়
. রায় বলতে কি বুঝায়? -SECTION 2(9)
ডিক্রি বা আদেশের ভিত্তি
১০. একতরফা ডিক্রি দেওয়া হয় কার অনুপস্থিতিতে?
বিবাদীর
@বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট সবোর্চ্চো কত বছর কারাদন্ড দিতে পারে?
- বছর
1.বিবাদী জমি দুটি জেলায় অবাস্থত হলে কোন জেলায় মামলা করতে হবে ?
() যে জেলায় বাদী বাস করে
() যে জেলায় বিবাদী বাস করে
() তৃতীয় জেলায়
() দুটি জেলা যে কোনটিতে
2. রিভিশন এখতিয়ারে দায়রা জজের সিদ্ধান্ত __
)চূড়ান্ত
) চূড়ান্ত নয়
) আপীলযোগ্য
) হাইকোর্ট বিভাগে পূনরায় রিভিশনযোগ্য
3. কোন ম্যাজিস্ট্রেট বা পুলিশ যুক্তিসংগতভাবে সাহায্য চাইলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য থাকবেন-এই বিধান কোন ধারায় বর্ণিত আছে?
) ৪২
) ৪৩
) ৪৪
) ৪৫
4. কে অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করেন?
) হাইকোর্টে নিদেশিত ব্যক্তি
) ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি
) থানার ভারপ্রপ্ত কর্মকর্তা
) যে কোন ব্যক্তি

5. প্রতিরোধক মূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে
() নিষেধাজ্ঞাদেশ
() ক্রোকাদেশ দ্বারা
() ঘোষণামূলক অাদেশ দ্বরা
() নিলাম বিক্রির অাদেশ
TIPES...
প্রশ্ন: বাংলাদেশ বার কাউন্সিলের ক্ষমতা কার্যাবলি সংক্ষেপে আলোচনা করো ?
উত্তর:বাংলাদেশ বার কাউন্সিলের ক্ষমতা কার্যাবলি আলোচনা করা হলো :
(i) কোন ব্যক্তিকে এডভোকেট হিসেবে নিয়োগের জন্য অনুমোদন করা,সেই উদ্দেশ্যে পরিক্ষা গ্রহন করা এবং সেই নিয়োগ হতে বরখাস্ত করা।
(ii ) এডভোকেটদের জন্য roll তৈরী করা এবং তা রক্ষনাবেক্ষন করা।
(iii) এডভোকেটদের জন্য আচরন- বিধি তৈরী করা।
(iv) এডভোকেটদের পেশাদারী অসদাচারণ নির্ধারণ করা, বিচার করা এবং এরূপ আচরনের জন্য শাস্তির আদেশ দান করা।
(v) এডভোকেটের অধিকার, সুবিধা এবং সুযোগের রক্ষা করা।
(vi) বার কাউন্সিলের তহবিলের ব্যবস্থাপনা বিনিয়োগ করা।
(vii) সদস্যদের নির্বাচন করা।
(viii) এর কমিটির অনুসৃত কার্যবিধি প্রণয়ন করা।
(ix) বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের সাথে আলোচনা করে আইন শিক্ষার মানোন্নয়ন করা এবং মানদন্ড প্রণয়ন করা।
(x) অন্যান্য সকল কার্যাবলী সম্পাদন করা যা অত্র আইন বা অন্য আইনের দ্বারা বার কাউন্সিলের উপর ন্যস্ত রয়েছে।
(xi) উপরোক্ত কার্যাবলী সম্পাদন করতে যে সকল প্রয়োজনীয় কার্যবলী করতে হয় তা করা
@
দন্ডবিধি অনুযায়ী আত্নরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটান যায় কোন
ক্ষেত্রে ?
- রাতের বেল ঘর ভেঙ্গে অনুপ্রবেশ
@‘১৫ বছরের ১টি ছেলেকে, তার সম্মতিতে পড়াশোনার জন্য তাকে বিদেশ নিয়ে যায় দন্ডবিধি অনুসারেকি অপরাধ করেছে? -
() অপহরন
@পক্ষগণের মধ্যে আদালত নিষ্পত্তিকৃত বিষয়ের পুনরায় মামলা না করতে পারার নীতিকে কি বলে?
. রেস জুডিকাটা
@মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে দেওয়ানী কার্যবিধি অনুসারে পক্ষভুক্ত করার দরখাস্ত দেওয়ার তামাদি মেয়াদ কত দিন?
---------- ৯০ দিন
@স্মল কজেজ কোর্ট কি কোন স্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে?
-----দেওয়ানী মামলায় পারে
@এর মধ্যে কোনটি সরকারী দলিল?
() আরজি জবাব
() আদমশুমারী রেজিস্টার
() বিশ্ববিদ্যালয় গেজেট
() বায়না নামা বা নিলামের ঘোষনাপত্র
ANS.. A
@ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে?
() জেরায়
@বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ১৯৭২ সালের কত নং আইন?
............. ৪৬নং
@কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি বলে মিথ্যা অভিনয় করলে বা জেনে শুনে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরুপে প্রতিস্থাপিত করলে,সে কি অপরাধে দোষী হবে-
....... অপরের রুপ ধারণপূর্বক (ছদ্মবেশে) প্রতারণা
@উত্তম সাক্ষ্য বলতে বোঝায়-...................... প্রাথমিক সাক্ষ্য
@‘অভিযোগ করে যে তা ভাইএকটি সাদা কাগজে তার পিতার সই নকল করেছে দন্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ ?
......... জালিয়াতি
@নিম্নে বর্ণিত অভিব্যক্তি গুলির মধ্যে কোন টি দণ্ডবিধিতে উল্লেখিত আছে এবং তা Mens_rea কে নির্দেশ করে?
...... Guilty Mind
@টাকা আদায়ের জন্য কাকে গ্রেপ্তার করা যাবে না?
......কোন মহিলাকে
@বেইল বন্ডের অর্থ হ্রাস কোন আদালত করতে পারেন?
) হাইকোর্ট বিভাগ
) দায়রা আদালত
) এবং উভয়ই
ANS.. C
@র্ব দৃর্ষ্ঠান্ত বা নজির এর ইংরেজি শব্দ কোনটি?
.......Precedent
@Examination of witnesses by police CrPC এর কোন section বলা হয়েছে?
.......... 161
@দন্ডবিধির কত ধারার এক মাএ শাস্তি মৃত্যৃদন্ড?
) ৩০৩ )৩০০ )৩০১ )৩০৪
@সুরতহালের ইংরেজি নাম কি? .........Inquest Report
@সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেত্তয়ানী মামলা করলে,সরকার-বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অনূ্ন্য কত দিনের সময় মঞ্জুর করবে?........................................... মাস
@সহকারী জজের রায় ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপীল করা যায়?......... ৩০ দিন
@সুনির্দিষ্ট প্রতিকার আইন
. সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের আইন? ১৮৭৭সালের . সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সনের কত নং আইন? ১নং।
. নিচের কোনটি পদ্ধতিগত আইন নয়? সুনির্দিষ্ট প্রতিকার আইন। . সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কত ধরনের প্রতিকার দেওয়া হয়? ধরনের।..
@রিভিশন প্রযোজ্য হয় যখন
() এখতিয়ারের অনিয়মিত প্রয়োগ হয়() এখতিয়ারের অপপ্রয়োগ
() এখতিয়ারের সম্পর্কে অবৈধ ধারণা বা আশঙ্কা () উপরের সবগুলো ANS.. ALL
@মানহানির অপরাধের সর্বোচ্চ শাস্তি কি?.... বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড অর্থদন্ড
@একটি দেওয়ানী মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা হবে কোন্ আদালতে?....হাইকোর্ট বিভাগ


@কোন কোন ক্ষেত্রে আপিল করা চলে না?
) আসামী দোষ স্বীকার করলে। ) তুছ মামলায়।
) সংক্ষিপ্ত বিচারের দণ্ডের বিরুধে।৪) উপরের সব গুলি। ANS.. ALL
@সমন জারি না হওয়ার ফেরত আসার কত মাসের মধ্যে বাদী নতুন করে সমন দেওয়ার আবেদন না করলে,আদালত মোকদ্দমা খারিজ করতে পারে? ..... 1মাস
@মৃ্ত্যুকালীন ঘোষনা কার নিকট প্রদান করা যায়?.....................যে কোন ব্যক্তি
@ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারার মামলার আপীল কোথায় দায়ের করতে হবে- র্নিবাহী ম্যাজিস্ট্রেট আদালতে
@কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নেই ?
() ডাকাতির() হত্যা() রাষ্ট্রদ্রোহিতা () শিশু পাচার ANS.. D
@ফৌজদারী কার্যবিধিতে কত ধারায় পুলিশ অফিসারের রির্পোট সম্পর্কে বিধান বর্ণিত অাছে?
() ১৬১ ধারা() ১৬৪ ধারা() ১৭২ ধারা() ১৭৩ ধারা ANS...........D
@সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেয়া হয়? ...... প্রকার
@১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ শাস্তি প্রদানের ক্ষমতা -
() নির্জন কারাবাস সহ বছরের অনধিক কারাদন্ড () ১০০০০ টাকা অর্থ দন্ড() বেত্রদন্ড() উপরের সবগুলো A.D
@দন্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ডের সময়সীমা কত বছর ?.....৩০ বছর
@একজন ম্যাজিস্ট্রেটে কত দিনের মধ্যে বিচার কাজ সমাপ্ত করবেন.............১৮০ দিন
@দুই নির্জন কারাবাসের মধ্যবর্তী সময়ে কমপক্ষে কত দিন বিরাম থাকবে.........১৪ দিন
@একজন বোবা লোক কয়ভাবে সাক্ষ্য দিতে পারে- . ২টি
@বসত ঘরে চুরি অপরাধের সর্বোচ্চ সাজা কি? বছরের সশ্রম কারাদণ্ড জরিমানা
@ক্রোকের বিরুদ্ধে হুলিয়াধীন ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি কোন দাবী উত্থাপন করতে চাইলে কত দিনের মধ্যে তার দাবী উত্থাপন করতে হবে ?
() ৩০ দিন() ৬০ দিন() মাস ANS.. C
@পারিবারিক আদালতের আপীল কোথায় দায়েরের করতে হয়?... জেলা জজ আদালতে
@দেওয়ানী কার্যবিধিতে রায় ঘোষনার কত দিনের মধ্যে ডিক্রি প্রদান করিতে হইবে?...... দিন
@সাক্ষ্য আইনে মৃত্যুকালীন ঘোষনার কয়টি বৈশিষ্ট্য থাকবে...sec:32 1.likhito 2.moykhik 3.esara /babbongi .sothik ans din
@বিচার্য বিষয় প্রনয়নের কত দিনের মধ্যে চূড়ান্ত শুনানী সম্পূর্ন করতে হবে...১২০ দিন
@সকল বিচারিক ম্যাজিস্ট্রেটগন কার অধীনে থাকবেন?.. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর অধীনে
@ মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে কে লক্ষ টাকা দিতে বাধ্য করে। নিম্নের কোন অপরাধ করেছে।
() দস্যুতা () প্রতারণা() বলপূর্বক গ্রহণ() চুরি ANS.. C
@Guilty Mind দুষ্টমন হচ্ছে-
() অপরাধ () অপরাধী () অন্যায় () অপরাধের উপাদান ANS.. D
A
Abduction : এর অর্থ অপহরণ
Abetment : এর অর্থ প্ররোচনা , অপসহায়তা করা
Ab-initio : এর অর্থ প্রথম থেকেই
Accused : এর অর্থ আসামী
Acquittal : এর অর্থ বেকসুর খালাস , মুক্তি , অব্যাহতি
Act : এর অর্থ আইন
act: এর অর্থ কার্য
Adequate : এর অর্থ পর্যাপ্ত, যথেষ্ঠ, আশানুরূপ
Ad-interim injunction: অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা
Adjournment: এর অর্থ মুলতবী ; স্থগিত
Admission: এর অর্থ প্রবেশ; স্বীকৃতি
Adoption: এর অর্থ দত্তক গ্রহণ
Adult: এর অর্থ সাবালক
B
Bail: এর অর্থ জামিন
Bar council: বার কাউন্সিল
Bond: এর অর্থ মুচলেকা
Breach of Contract: চুক্তি ভঙ্গ
Burden of proof: প্রমাণের দায়িত্
C
Civil Court: এর অর্থ দেওয়ানী আদালত
Civil suit: এর অর্থ দেওয়ানী মামলা
Coercion: এর অর্থ বল প্রয়োগ
Cognizance: এর অর্থ বিচারার্থে গ্রহণ, অপরাধ আমলে লওয়া
Common intention: এর অর্থ একই অভিপ্রায়
Common object: এর অর্থ সাধারণ উদ্দেশ্য
Compensation: এর অর্থ ক্ষতিপূরণ
Competent to contract: এর অর্থ চুক্তি পূরণ
Confession: এর অর্থ দোষ স্বীকার
Consent: এর অর্থ সম্মতি
D
Death penalty: এর অর্থ মৃত্যুদণ্ড
Decree: ডিক্রি
Defamation: এর অর্থ মানহানি
Detention: এর অর্থ নিবর্তনমূলক আটক
Deposition: এর অর্থ জবানকারী
Dismissal of Siut: এর অর্থ মামলা খারিজ
Dispossession: এর অর্থ বেদখল
Divorce: এর অর্থ বিবাহ বিচ্ছেদ
Dower: এর অর্থ দেনমোহর
E
Emergency: এর অর্থ জরুরী অবস্থা
Ends of justice: এর অর্থ সুবিচারের জন্য
Enemy property: এর অর্থ সম্পত্তি
Estoppel: এর অর্থ স্বীকৃতির বাধা বা প্রতিবন্ধক
Evidence: এর অর্থ সাক্ষ্য
Examination: এর অর্থ পরীক্ষা বা জবানবন্দী নেওয়া
Examination in chief: এর অর্থ সাক্ষীর জবানবন্দী গ্রহণ
F
Fact: এর অর্থ ঘটনা, তথ্য
Fact: এর অর্থ ঘটনা, তথ্য
First information report: এর অর্থ এজাহার, প্রথম সমাচার
Forfeiture: এর অর্থ বাজেয়াপ্ত
Fraud: এর অর্থ প্রতারণা
Free consent: এর অর্থ স্বাধীন ইচ্ছা বা মতামত
Freedom of assembly: এর অর্থ সমাবেশের স্বাধীনতা
Freedom of movement: এর অর্থ চলাফেরার স্বাধীনতা
G
Good faith: এর অর্থ সরল বিশ্বাস
Grievous hurt: এর অর্থ গুরুত্ব আঘাত
Guardian: এর অর্থ অভিভাবক
H
Hebeas Corpus: এর অর্থ বন্দি প্রদর্শন
Habitual offender: এর অর্থ অভ্যাসগত অপরাধী
Hanging: এর অর্থ ফাঁসী
Hearsay evidence: এর অর্থ শোনা সাক্ষ্য বা জনরব ভিত্তিক সাক্ষ্য
Hearing: এর অর্থ মোকদ্দমার শুনানী
Hearing of the Suit: এর অর্থ মোকদ্দমার শুনানী
Heirs: এর অর্থ উত্তরাধিকারী
ADVOCATE MASHUD
LLB (HONS) LLM (CORPORATE LAW
বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট সবোর্চ্চো কত বছর কারাদন্ড দিতে পারে?
() ১০ বছর
() বছর
() বছর
() বছর
কোনটির বিরুধে আপীল দায়ের করা যায় না...
() এক তরফা ডিক্রি
() চূড়ান্ত ডিক্রি
() সোলে ডিক্রি
() সব গুলি








CIVIL PART FOR BAR COUNCIL EXAM- 2015
. দেওয়ানী কার্যবিধি কত সালের আইন? ১৯০৮ সনের
. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সনের কত নং আইন ? নং আইন।
. দেওয়ানী কার্যবিধি কোন ধরনের আইন? পদ্দতিগত আইন।
. একাটি দেওয়ানী মামলা শুরু হয কিভাবে? আরজি দাখিলের মাধ্যমে।
. দেওয়ানী কার্যবিধি কবে থেকে কার্যকর হয়? ১লা জানুয়ারী ১৯০9
. দেওয়ানী কার্যবিধির ধারার সংখ্যা? ১৫৮টি।
. কোন মামলাটি দেওয়ানী মামলা বরে বিবেচিত হবে? সকল প্রকার স্বত্বের মামলা।
. ডিক্রি কত ধরনের হয়? ধরনের।
. ডিক্রিতে কি উল্লেখ থাকে? পক্ষগনের অধিকার।
১০. দেওয়ানী কার্যবিধিতে কয়টি আদেশ রয়েছে? ৫১ টি।
১১. দেওয়ানী কার্যবিধির নং ধারায় কি উল্লেখ আছে? আদালতের সাধারন এখতিয়ার।
১২. দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় আদালতের সাধারন এখতিয়ার আলোচনা করা হয়েছে? নং ধারায়।
১৩. দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় ডিক্রি এর সংজ্ঞা দেয়া হয়েছে? () ধারায়।
১৪. দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় আদেশ এর সংজ্ঞা দেয়া হয়েছে? (১৪) ধারায়।
১৫. রেস জুডিকাটা কত ধারায় বলা হয়েছে? ১১ নং ধারায়?
১৬. দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় বিধি এর সংজ্ঞা দেয়া হয়েছে? (১৮) ধারায়।
১৭. রেস সাব জুডিস কত ধারায় বলা হয়েছে? ১১ ধারায়।
১৮. এক আদালতে একই পক্ষদ্বয়ের মাঝে যে মামলা চলমান সেই বিষয়ে অন্য আদালতে একই পক্ষদ্বয়ের মামলা চলবেনা। এমন নীতি কত ধরায় উল্লেখ আছে? ১০ ধারায়।
১৯. পুনরায় মামলা করার বাধা প্রদান করা হয়েছে কোন ধারায়? ১২ ধারায়।
২০. দেওয়ানাী কার্যবিধি অনুসারে অস্থাবর সম্পত্তি নিম্নের কোনটিকে অর্ন্তভূক্ত করে?বাড়ন্ত ফসল।
২১. রায় বলতে কী বোঝায়? আদেশ।
২২. দেওয়ানী আদালতের এমন কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা কোন ডিক্রি নয় তাকী বলে বিবেচিত হবে?আদেশ।
২৩. আদালতে পক্ষগণের মাঝে যে বিষয়টি চুড়ান্ত ভাবে একবার নিস্পত্তি করা হয়েছে সেই একই বিষয় নিয়ে একই পক্ষগনের মাঝে পুনরায় মামলা করা যাবে না এই নীতিটি কত নং ধারায় বলা হয়েছে? ১১ নং ধারায়।
২৪. রহিম একজন ব্যবসায়ী সে করিমের বিরুদ্ধে স্বত্ত্বের মামলা করে তার পক্ষে রায় পায় এবং একই বিষয়ে করিমের বিরুদ্ধে দখল পুনরূদ্ধোরের মামলাকরে। তবে নিচের কোনটি সত্য? মামলাটি চলতে কোন বাধা নেই।
২৫. দেওয়ানী মামলা কোথায় করতে হবে সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় উ।েরখ আছে? ১৫ ধারায়।
২৬. দেওয়ানী কার্যবিধির ১৫ নং ধারা অনুযায়ী প্রতিটি সিভিল মামলা করতে হবে? যোগ্য সর্বনিম্ন আদালতে।
২৭. দেওয়ানী মামলা কোথায় দায়ের করতে হবে এটি কোন ধারায় বলা পাওয়া যাবে? ১৫-২০ ধারায়।
২৮. মানহানীর মামলা দায়ের সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কত নং ধারায়? ১৯ নং ধারায়।
২৯. যখন কোন ব্যক্তি স্থায়ী নিবাস এক জায়গায় এবং অস্থায়ী ভাবে অন্য জায়গায় থাকে তখন ধরে নেওয়া হবে যে? সে উভয় যায়গার বাসিন্দা।
৩০. যখন কোন ব্যক্তি স্থায়ী নিবাস এক জায়গায় এবং অস্থায়ী ভাবে অন্য জায়গায় থাকে তখন ধরে নেওয়া হবে যে? সে উভয় যায়গার বাসিন্দা এটি কত ধারায়? ২০ ধারায়।
৩১. দেওয়ানী কার্যবিধির ১৫ নং ধরা মতে লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের কোন মামলা নিম্নোক্ত কোন আদালতে করতে হবে? সিনিয়র সহকারী জজ আদালতে।
৩২. একই এখতিয়ার আছে এমন এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করার বিষয়ে নিম্নের কোন ধারায় আলোচনা করেছে? ২২ ধারায়।


৩৩. যখন কোন স্থাবর সম্পত্তি একাধিক দেওয়ানী আদালতের এখতিয়ার মধ্যে চলে আসে, তখন সংশ্লিষ্ট যে কোন আদালতে মামলা দয়ের করলেই হবে এটা কোন ধারায় বলা হয়েছে? ১৭ ধারায়।
৩৪. দেওয়ানী কার্যবিধির কত ধারা বলে হাইকোর্ট অথবা জেলা জজ আদালত কোন মামলা হস্তান্তর অথবা প্রত্যাখ্যান করতে পারে? ধারা ২৪।
৩৫. ধারা ২৪ অনুসারে কোন কোর্ট সিভিল মামলা হস্তান্তর করবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে? হাইকোর্ট ডিভিশন জেলা জজকোর্ট।
৩৬. কোন আদালতের মামলা হস্থান্তরের ক্ষমতা নেই ? সিনিয়র সহকারী জজ আদালত।
৩৭. প্রতিটি দেওয়ানী মামলাই আরজি দাভিলের মাধ্যমে সুচনা করতে হবে এমন বিধান কোন ধারা মতে? ধারা ২৬।
৩৮. একটি ডিক্রি সম্পাদনের ক্ষমতা আছে নিম্নের কোন আদালতের? ডিক্রি প্রদানকারী এবং যে আদালতে ডিক্রি কার্যকর করার জন্য পাঠানো হয়েছে সেই আদালতের।
৩৯. ডিক্রি কার্যকর সম্পর্কিত বিধানটি দেওয়ানী কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে? ৩৮ ধারায়।
৪০. কতগুলো শর্ত পুরনের ভিত্তিতে ডিক্রি হোল্ডার একটি মামলার ডিক্রি কার্যকর করার জন্য উক্ত মামলা হস্তান্তর করার আবেদন করতে পারেন, এই বিধান দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় বলা আছে? ৩৯ ধারায়।
৪১. আদালত নিজ ইচ্ছায় স্ব প্রনোদিত হয়ে ডিক্রি কার্যকর কারার জন্য মামলা অধীনস্থ এখতিয়ার সম্পন্ন কোন আদালতে প্রেরণ করতে পারে। এমন বিধান দেওয়ানী কার্যবিধির কোন ধারায় দেয়া আছে? ৩৯ () ধারায়।
৪২. ডিক্রি কায়কর করার জন্য সর্বোচ্চ কত বছরের মধ্যে আবেদন করতে হবে? ১২ বছরের মধ্যে।
৪৩. ডিক্রি কার্যকর করার জন্য সর্বোচ্চ ১২ বছরের মধ্যে আবেদন করতে হবে ইহা কত ধারায় উল্লেখ আছে? ৪৮ ধারায়।
৪৪. মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে ডিক্রি কিভাবে কার্যকর করতে হবে? মৃত ব্যক্তির সম্পত্তি ক্রোক বিক্রি করে।
৪৫. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় আপিল নিয়ে আলোচনা করা হয়েছে? ৯৬ ধারায়
৪৬. একতরফা রায়ের বিরুদ্ধে কত ধারায় আপিল করতে হবে? ৯৬ ধারায়
৪৭. সোলে ডিক্রির বিরুদ্ধে কি হয় না? আপিল
৪৮. সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল হয়না এটি কোন ধারায়? ৯৬ () ধারায়।
৪৯. আপীল দায়ের করতে পারেন? রায় ডিক্রি বা আদেশের ফলে সংযুক্ত, সংখুদ্ধ ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
৫০. মামলা হস্তান্তরের ক্ষেত্রে আদালত সমূহের আপীল আদালত অভিন্ন না হলে আপীলটি দায়ের করতে হবে? হাইকোর্ট বিভাগে।
৫১. হাইকোর্ট ডিভিশনের আদি এখতিয়ারের মাধ্যমে প্রদত্ত চুড়ান্ত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে? আপিল বিভাগে।
৫২. দেওয়ানী কার্যবিধির কোন আদেশ মুল ডিক্রি হতে আপীল সঙক্রান্ত বিধান দেয় আছে? আদেশ ৪০।
৫৩. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় শুধু মাত্র ডিক্রির বিরুদ্ধে আপিল এর কথা বলা হয়েছে? ৯৬ ধারায়।
৫৪. কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না? পক্ষগনের সম্মতির ভিত্তিতে প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে।
৫৫. প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ থাকা সত্ত্বেও যদি আপীল না করা হয় তবে চুড়ান্ত ডিক্রির ক্ষেত্রে পূর্বের বিষয় সংযুক্ত করা যাবে না? এমন বিধান কোন ধারায় বলা আছে? ৯৭ ধারায়।
৫৬. কোন ধারায় আদেশ এর বিরুদ্ধে আপীল এর কথা বলা হয়েছে? ১০৪ ধারায়।
৫৭. কোন ধারার অধীনে কোন আদেশ পাশ হলে তা আপীল যোগ্য নয়? ১০৪ ধারা
৫৮. কিসের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যাবে? ডিক্রি আদেশ উভয়ের বিরুদ্ধে।
৫৯. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় রিভিশন এখতিয়ার বর্ণনা করা হয়েছে? ১১৫ ধারায়।
৬০. রিভিশন কখন প্রযোজ্য হয়? এখতিয়ার অনিয়মিত প্রয়োগ, অপপ্রয়োগ এবং এখতিয়ার সম্পর্কে অবৈধ বা আংশিক ধারনা থাকলে।


৬১. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় রেফারেন্স এখতিয়ার আলোচনা করা হয়েছে? ১১৩ ধারায়।
৬২. ১১৫ ধারা অনুযায়ী রিভিশন এখতিয়ার কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে? আইনগত ভূলের ক্ষেত্রে।
৬৩. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় আদালতের সহজাত ক্ষমতা আলোচনা করা হয়েছে? ১৫১ ধারায়।
৬৪. দেওয়ানী কার্যবিধির ধারা ১৫১ এর অধীনে ক্ষমতা হলো? সহজাত।
৬৫. নিম্নের কোন আদালত সহজাত ক্ষমতা প্রযোগ করতে পারে? সব আদালত।
৬৬. কোন ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে? ন্যায় বিচারের স্বার্থে এবং আদালতের কার্যপ্রণালী অপব্রবহার।
৬৭. প্লিডিংস সম্পর্কিত আদেশটি কত? আদেশ ৬।
৬৮. প্লিডিংস এর অর্থ কি? আরজি এবং লিখিত জবাব?
৬৯. প্রত্যেকটি প্লিডিংসএ অবশ্যই মামলার পক্ষগণ মামলা বিষয়ে প্রয়োজনীয় ঘটনার উল্লেখ করবে। এই কথা কোন আদেশে বলা হয়েছে? আদেশ ৬।
৭০. আরজি সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ৭।
৭১. আরজিতে কি কি বিষঢ সন্নিবেশিত করতে হবে তা আদেশ এর কোন বিধিতে উ।েলখ আছে? আদেশ বিধি ১।
৭২. দেওয়ানী কার্যবিধির ১৯০৮ এর ১০৪ ধারা মতে নিম্নোক্ত কোন আদেশের বিরুদ্ধে আপীল করা যাবেনা? ১০৪ ধার মতে আনীত আপীলের আদেশের বিরুদ্ধে
৭৩. দেওয়ানী কার্যবিধি নিচের কোন ধারায় আপীল নিয়ে আলোচনা করে? ১০৪ ধারার আপীল নিয়ে।
৭৪. যদি ধারা ৩৫ এর এর অধীনে কোন আদেশ দেয়া হয় তবে তার বিরুদ্ধে কোন ধারায় আপীল করতে হবে? ১০৪ ধারায়।
৭৫. যখন আদালত ৯৫ ধারার অধীনে কোন আদেশ প্রদান করলে তখন আদেশের বিরুদ্ধে কোন ধারায় আপীল করা যাবে? ১০৪ ধারায়।
৭৬. অস্থায়ী নিষেধাজ্ঞা এর আদেশের বিরুদ্ধে কোন ধারায় আপীল করতে হবে? ১০৪ ধারায়।
৭৭. যদি আরজি বাতিল হয় তবে তাকি বলে বিবেচিত হবে? ডিক্রি হিসেবে।
৭৮. আরজি বাতিলের বিরুদ্ধে কোন অধিকার প্রয়োগ করা যেতে পারে? আপিল অধিকার।
৭৯. আপীল আদালতের ক্সমতা বিষয়ে কোন ধারায় আলোচনা করা হয়েছে? ১০৭ ধারায়।
৮০. ধারা ১০৭ অনুযায়ী আপীল আদালত নেম্নোক্ত কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবে? মামলা চুড়ান্তভাবে নিস্পত্তি, পুন বিচারে প্রেরণ এবং অতিরিক্ত স্বাক্ষ্য গ্রহণ।
৮১. একজন বিচারক কর্তৃক প্রদত্ত ডিক্রি একই বিচারক কর্তৃক পুনারায় বিবেচনা করাকে কি বলে? রিভিউ।
৮২. দেওয়ানী কার্যবিধি কোন ধারায় রিভিউ বিষয়ে বলা আছে? ১১৪ ধারায়।
৮৩. দেওয়ানী কার্যবিধির ধারা ১১৪ অনুযায়ী রিভিউ কোন আদালতে করা সম্ভব? একই আদালতে।
৮৪. দেওয়ানী কার্যবিধি অনুযায়ী কখন রিভিউ আবেদন করা যাবে? যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল করার বিধান আছে কিন্ত করা হয়নি।
৮৫. আরজিতে প্রথমেই কোন টি উল্লেখ করতে হবে? আদালতের নাম?
৮৬. আরজি ফেরৎ আদেশ এর কত নং বিধিতে উল্লেখ আছে? ১০ নং বিধিতে।
৮৭. আরজি বাতিলের কারন গুঅের আদেশ এর কত নং বিধিতে উল্লেখ আছে? ১১ নং বিধিতে।
৮৮. প্লিডিংস সংশোধন সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ৬।
৮৯. আেেদশ এর কত নং বিধি অনুযায়ী প্লিডিংস সংশোংধন করতে হবে? বিধি ১৭ অনুযায়ী।
৯০. প্রত্যাখ্যাত আরজি কিভাবে পূনরুজ্জীবিত করা যায়? সংশোধন করে।
৯১. কখন প্লিডিংস সংশোধন করা যায়? যে কোন পর্যায়ে।
৯২. সেট অফ সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ৮।
৯৩. আদেশ এর কত বিধিতে সেট অফ এর বিধাণ আছে? বিধি ৬।
৯৪. দেওয়ানী মামলায় বিবাধী কর্র্তৃক দাখিল হয় কোনটি? লিখিত বিবৃতি।


৯৫. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর আদেশ বিধি অনুযায়ী নিচের কোনটিতে সাক্ষ্য সম্পর্কে বিবরণ দিতে হবে। কোনটিতে নয়?
৯৬. আদেশ বিধি অনুযায়ী কত দিনের মধ্যে বিবাধী লিখিত বিবৃতি জমা দিবে? সর্বোচ্চ ৬০ দিনে।
৯৭. নির্ধারিতসময়ে বিবাদী লিখিত বিবৃতি জমা না দিলে কী হবে? একতরফা সিদ্ধান্ত দিবে।
৯৮. আদেশ বিধি অনুযায়ী নিচের কোন শর্তটি অবশ্যই পূরণীয় হতে হবে? মামলাটি টাকা অথবা জমি সংক্রান্ত হতে হবে।
৯৯. রায় এবং ডিক্রি সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ২০।
১০০. গ্রেফতার রায়ের পূর্বে ক্রোক সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ৩৮।
১০১. ধারা ১১৫ অনুযায়ী রিভিশন নেচের কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে? আইনগত ভূলের ক্ষেত্রে।
১০২. রিসিভার নিয়োগ সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ৪০।
১০৩. মূল ডিক্রি থেকে আপিল কত নং আদেশে আছে? আদেশ ৪১ এ।
১০৪. আদেশ এর বিরুদ্ধে আপিল কোন আদেশে উল্লেখ আছে? আদেশ ৪৩ এ।
১০৫. পূজা বা প্রার্থনার অধিকার অথবা নামায পড়ার অধিকার সম্পর্কে কোথায় মামলা দায়ের করা যাবে? দেওয়ানী আদালতে।
১০৬. ওেয়ানী কার্যবিধির কোন ধারা মতে মামলা হস্তান্তর করা হয়? ২৪ ধার্ ামতে।
১০৭. দেওয়ানী আদালত কত প্রকারের? প্রকারের।
১০৮. দেওয়ানী আদালত সমুহ সৃষ্টি করা হয়েছে কোন আইনের মাধ্যমে? দেওয়ানী কার্যবিধি ১৮৮৭এর মাধ্যমে।
১০৯. দেওয়ানী কার্যবিধির কোন ধারা মতে আদালতে অস্থায়ী নিধোজ্ঞা প্রার্থনা করা হয়। আদেশ ৩৯ এর বিধি মতে।
১১০. কোন বিধান মতে অস্থায়ী নিষেধাজ্ঞা রদ করা হয়? আদেশ ৩৯ এর বিধি মতে।
১১১. নিচের কোন ব্যাক্তিকে রিসিভার বলা যাবে? মামলার বিষয় বস্তুর সংশ্লিষ্ট কোন সম্পত্তি রক্ষার্থে নিয়োজিত ব্যক্তি।
১১২. যেখানে মামলার বিষয়বস্থ অবস্থি সেখানেই অধীনস্থ আদালতেমামলা দায়ের করতে হবে এমন বিধান আছে কোন ধারায়? ১৬ ধারায়?
১১৩. দেওয়ানী কার্যবিধির ২৭ এর বিধান কি? বিবাদীর সমন জারি।
১১৪. দেওয়ানী কার্যবিধির ()ধারায় কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? রায় এর সংজ্ঞা।
১১৫. আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিলে সেটি নিচের কোনটি বলে ধরে নেওয়া হবে? আদেশ।
১১৬. যদি আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর না হয় তবে কি করতে হবে? রিভিশন করতে হবে।
১১৭. অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মঞ্জুর না হলে নিচের কোনটি করা যেতে পারে? বিবিধ আপীল করতে হবে।
১১৮. যখন আরজি খারিজ হয়ে যায় তখন সেই সিদ্ধান্তকে কি বলে? ডিক্রি বলে।
১১৯. ছানী মোকদ্দমা খারিজ হলে কি প্রতিকার পেতে পারি? রিভিউ।
১২০. দেওয়ানী কার্যবিধির কোন্ ধারা পরিবর্তন করার ক্ষমতা নিচের কার আছে? সংসদের আছে।
১২১. দেওয়ানী কার্যবিধির বিধি পরিবর্তন কার এখতিয়ার সম্মত? সর্বোচ্চ আদালতের।
১২২. একতরফা ডিক্রি রদ করার আবেদন করতে হবে কত দিনের মধ্যে? ৩০ দিনের মধ্যে।
১২৩. ছানী মোকদ্দমা কত আদেশের অধীনে উল্লেখ আছে? নং আদেশের মধ্যে
১২৪. রায়ের পূর্বে ক্রোক এর বিধান কোথায় আছে? আদেশ ৩৮ এ।
১২৫. রায়ের পূর্বে ক্রোক সংক্রান্ত বিধানটি ৩৮ নং আদেশের কত বিধিতে আছে? বিধি এ।
১২৬. দেওয়ানী কার্যবিধির আদেশ বিধি ১৩ এর বিধান কি? একতরফা ডিক্রি।
১২৭. আপীলে কি কি ডকুমেন্ট হাজির করতে হবে? ডিক্রির নকল, মোকদ্দমার রায় এবং উকিলের সার্টিফিকেট।
১২৮. দেওয়ানী কার্যবিধির কত ধারায় ডিক্রি হস্তান্তর করা হয়? ৩৯ ধারায়।
১২৯. দেওয়ানী কার্যবিধির কত ধারায় বিধি এর স্জ্ঞংা দেয়া হয়েছে। (১৮) ধারায়।
১৩০. আদালত কখন প্লিডিংস সংশোধন এর আদেশ দিতে পারে? নংায় সংগত কারণে।
১৩১. আরজী সংশ্ধোনের আবেদন কাকে করতে হবে? বাদীর।
১৩২. এক তরফা ডিক্রি রদের দরখাস্ত মঞ্জুর হলে বাদী কি করবে? রিভিশন করতে হবে।
১৩৩. বিধিবদ্ধ প্রচলিত আইন মোতাবেক আদালতের বিচারিক ক্ষমতাকে বলা হয়? এখতিয়ার।
১৩৪. আরজি প্রথ্যাখান কী? ইহা একটি ডিক্রি।
১৩৫. দেওয়ানী আপীল না মঞ্জুর হলে কি করতে হবে? রিভিশন।
১৩৬. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে সাক্ষীর সমন হাজির সংক্রান্ত বিধান আছে? ১৭ নং আদেশে।
১৩৭. লিজ প্যান্ডিং কোন আইনের আলোচ্য বিষয়? সম্পত্তি আইনের।
১৩৮. এক্সপার্ট ডিক্রির বিরুদ্ধে কোন্ ধারায় আপীল করতে হবে? ৯৬() ধারায়।
১৩৯. রায় দেনাদার কে? যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে।
১৪০. বাটোয়ারা মামলা কে কি ধরনের মোকদ্দমা বলা হয়? পার্টিশন স্যূট মোকদ্দমা।
১৪১. মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে ডিক্রি কীভাবে কার্যকর হবে? মৃত ব্যক্তির সম্পত্তি ক্রোক বিক্রি করে।
১৪২. সম্পত্তির পার্টিশনের জন্য ডিক্রি হলে কে দায়িত্ব প্রাপ্ত হবে? কালেক্টর এবং কালেক্টর অধীনস্ত গেজেটেড কর্মচারীবৃন্দ।
১৪৩. রায় দেনাদারকে কখন গ্রেফতার করা যাবে না? সূর্যোদয়ের আগে পরে।
১৪৪. গ্রেফতার করার ক্ষমতা প্রাপ্ত অফিসার কখন রায় দেনাদারকে মুক্ত্র করে দিতে পারে? যে টাকা আদায়ের জন্য ডিক্রি হয়েছে সেই টাকা পরিশোধ করলে বা গ্রেফতার করার ব্যয় পরিশোধ করলে।
১৪৫. রায় দেনাদার ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করে আবেদন করলে আদালত কখন তাকে মুক্তি দিতে পারে? আদালতে সিকিউরিটি জমা দিতে হবে এবং আবেদনের একমাস বা যখন ডাকা হবে তখন হাজির হতে হবে।
১৪৬. বাংলাদেশের বাইরে বসবাসরত কোন ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার জন্য আদালত কি করবে? অনুরোধ পত্র দিবে।
১৪৭. অপর্যাপ্ত কারণ ব্যতিত গ্রেফতার, ক্রোক বা অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে বিবাদী কত টাকা জমিরমানা পেরে পারে? এক হাজার বা আদালতের আর্থিক এখতিয়ারের মধ্যে যে কোন পরিমাণ
১৪৮. কোন ধারার অধীন কোন আদেশ পাস হলে আপিলের যোগ্য নয়? ১০৪ ধারার ক্ষেত্রে।
১৪৯. হাইকোর্ট ডিভিশনের আদি এখতিয়ার দ্বারা দেয়া কোন রায় ডিক্রি বা চুড়ান্ত আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? আপিল বিভাগে।
১৫০. দেওয়ানী কার্যবিধির রুলস কে প্রণয়ন করতে পারবে? সুপ্রিম কোর্ট।
১৫১. নুতন প্রণিত রুলসগুলোতে কার সম্মতি লাগবে? রাস্ট্রপতির সম্মতি লাগবে।
১৫২. কোন মোকদ্দমার কোন পক্ষ শুনানীর জন্য ধার্য তারিখের অন্তত কতদিন পূর্বে কোন তথ্য স্বীকারোক্তির জন্য অপর পক্ষকে নোটিশ দিতে পারবে? দিন পূর্বে।
১৫৩. মোকদ্দমার যে কোন পর্যায়ে আদালত যদি মনে করে যে, কোন একটি দলিল অপ্রাসঙ্গিক বাঅগ্রহণযোগ্য, তবে কারণ লিপিবদ্ধ করে আদালত তা প্রত্যাখ্যান করতে পারবে? এরূপে নির্দেশনা দেওয়ানী কার্যবিধির কোন আদেশে আছে? আদেশ ১৩ এ।
১৫৪. নিম্নের কোন ক্ষেত্রে প্রথম শুনানীর দিনেই মোকদ্দমা নিস্পত্তি হয়ে যেতে পারে? পক্ষগণ বিষয়ীভূত নাহলে।
১৫৫. দৌযানী কার্যবিধির কোন আদেশে সাক্ষীর সমন হাজির সংক্রান্ত বিধান আছে?১৬ নং আদেশে।
১৫৬. ডিক্রি রদ হলে কি প্রতিকার আছে? রিভিশনের আবেদন।
১৫৭. পাল্টা দাবি এর ক্ষেত্রে কোনটি সত্য নয়? দাবিকৃত অর্থ মোকদ্দমা রুজু কারার দিনে আইনগতভাবে সংগ্রহযোগ্য হবে।
১৫৮. পারস্পরিক দাবী এর ক্ষেত্রে কোনটি সত্য নয়? দাবিকৃত অর্থ লিখিত বিবৃতি দাখিলের দিন আদায়যোগ্য হবে।
১৫৯. মোকদ্দমার শুনানী সাক্ষীর জবানবন্দী গ্রহণ সংক্রান্ত বিধান কোন আদেশ আছে? আদেশ ১৬।


১৬০. চুড়ান্ত শুনানী নির্ধরণ হওয়ার কত দিনের মধ্যে আদালত মোকদ্দমার শুনানী সমাপ্ত করবে? ১২০ দিনের মধ্যে।
১৬১. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে রায় কিক্রি সংক্রান্ত বিধান আছে? ২২ নং আদেশে।
১৬২. মোকদ্দমার শুনানী সমাপ্ত হওয়ার কতদিনের মধ্যে আদালত প্রকাশ্যে রায় ঘোষণা করবে? তৎক্ষণাৎ বা অনুর্ধ দিন।
১৬৩. স্মল কজ কোর্ট এর ক্ষেত্রে রায়ে কোন বিষয়টি ?অন্তর্ভূক্ত করার প্রয়োজন নেই? মোকদ্দমার সংক্ষিপ্ত বিরণ এবং সিদ্ধান্তের কারণ।অধিকার বিদ্যমান থাকলে ওয়ারিশগণ বা প্রতিনিধি কর্তৃক মোকদ্দমা অগ্রসর হবে।
১৬৪. শুনানী সমাপ্তি রায় ঘোষনার মধ্যবর্তী সময়ে কোন পক্ষের মৃত্যু ঘটলে মোকদ্দমার ফলাফল কী? মোকদ্দমা এ্যাবেট হবে না এবং মৃত্যুস্বত্বে রায় ঘোষনা হবে।
১৬৫. দেওয়ানী কার্যবিধির কোন আদেশ, পক্ষগণের মৃত্যু বিবাহ দেউলিয়া অবস্থা সংক্রান্ত বিধান রয়েছে? আদেশ নং ২২ এ।
১৬৬. দেওয়ানী কার্যবিধির কোন আদেশ কমিশন সংক্রান্ত বিধান রয়েছে? ২৬ নং আদেশে
১৬৭. নিম্নের কোন কমিশনটি দেওয়ানী কার্যবিধির আদেশ ২৬ এর অন্তর্ভূক্ত? সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, স্থানীয় তদন্তের এবং হিসাব পরীক্ষার জন্য কমিশন।
১৬৮. নিম্নের কোন কমিশনটি দেওয়ানী কার্যবিধির আদেশ ২৬ বলা হয়নি? বাটোয়ারার জন্য কমিশন ঋন খেলাপী তদন্তের জন্য কমিশন।
১৬৯. কোন ধরনের সম্পত্তি বাটোয়ারার জন্য দেওয়ানী কার্যবিধি অনুসারে বাটোয়ারা কমিশন গঠন করা যাবে? স্থাবর সম্পত্তির বাটোয়ারার জন্য।
১৭০. সরকার বা সরকারি কর্মকর্তা কর্তৃক বা বিরুদ্ধে তাদের পদাধিকার বলে মোকদ্দমা সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোন আদেশে আছে? ২৭ নং আদেশে।
১৭১. শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে কোন গুরুত্বপূর্ন প্রশ্ন জড়িত মোকদ্দমা সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোন আদেশে আছে? ২৭ এর আদেশে।
১৭২. কোন মোকদ্দমায় যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্বন্ধে কোন গুরুত্বপূর্ন প্রশ জড়িত আছে। তবে আইনের প্রশ্নটি যদি সরকার সংশ্লিষ্ট হয় তবে কাকে নোটিশ না দেয়া পর্যন্ত আদালত প্রশ্ন নিস্পত্তিতে অগ্রসর হবে না? সরকারের এটর্নী জেনারেলকে।
১৭৩. সেনাবাহিনী বা নৌ বাহিনীর লোকজন বা বৈমানিক কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা সংক্রান্ত দেওয়ানী বিধান দেওয়ানী কার্যবিধির কোন আদেশে আছে? আদেশ ২৮ এ।
১৭৪. দেওয়ানী কার্যবিধি কী ধরনের আইন? মূল পদ্দতিগত আইন।
১৭৫. দেওয়ানী কার্যবিধি কবে থেকে কার্যকর? জানুয়ারী ১৯০৯ সন থেকে।
১৭৬. দেওয়ানী কার্যবিধিতে ধারার সংখ্যা কত? ১৫৮ টি ধারা।
১৭৭. দেওয়ানী কার্যবিধিতে আদেশের সংখ্যা কত? ৫১ টি আদেশ।
১৭৮. দেওয়ানী মামলা কাকে বলে? সকল প্রকার স্বত্বের মামলাকে?
১৭৯. নাবালক কর্তৃক মোকদ্দমা তার নামে কে করতে পারে? অভিভাবক মামলা করতে পারে।
১৮০. নাবালক যদি বিবাদী হয় তবে মোকদ্দমায় কাকে নিযুক্ত করতে হবে? অভিভাবককে।
১৮১. নিঃসম্বল ব্যক্তি কর্তৃক মোকদ্দমা সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোন আদেশে আছে? আদেশ ৩৩ এ।
১৮২. দেওয়ানী কার্যবিধির আদেশ ৩৩, বিধি অনুসারে নিঃসম্বল ব্যক্তি কে? যে মোকদদ্দমার আর্জির জন্য নির্ধারিত ফি প্রদানে অক্ষম।
১৮৩. স্থাবর সম্পত্তির বন্ধক সম্পর্কে মোকদ্দমা সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ৩৪
১৮৪. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে ইন্টারপ্লিডার মোকদ্দমা সংক্রান্ত বিধান আছে? আদেশ ৩৫
১৮৫. অস্থায়ী নিষেধাজ্ঞা অন্তবর্তী আদেশ সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ৩৯।

১৮৬
. ইন্টারপ্লিডার মোকদ্দমায় মোকদ্দমার আর্জিতে নিচের কোনটি থাকার প্রয়োজন নেই? মোকদ্দমার খরচে বাদীর কোন স্বার্থ নেই।
১৮৭. কোন ধরনের নিষেধাজ্ঞার নোটিশ দেয়ার প্রয়োজনীয়তা নেই? অন্তর্বর্তী নিষেধাজ্ঞা।
১৮৮. ৪০ নং আদেশ অনুসারে কখন রিসিভার নিয়োগ দেয়া যাবে? ডিক্রর পূর্বে পরে।
১৮৯. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে মূল ডিক্রি হতে আপিলের বিধান দেওয়া আছে? আদেশ ৪১।
১৯০. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে আপিলের ডিক্রি হতে আপিল সংক্রান্ত বিধান আছে? আদেশ ৪২।
১৯১. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে অর্ডার হতে আপীল সংক্রান্ত বিধান আছে? আদেশ ৪৩।
১৯২. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে রিভিউ সংক্রান্ত বিধান আছে? আদেশ ৪৭।
১৯৩. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে নিঃসম্বল ব্যক্তির আপিল সংক্রান্ত বিধান আছে? আদেশ ৪৪।
১৯৪. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে রেফারেন্স সংক্রান্ত বিধান আছে? আদেশ ৪৬।
১৯৫. দেওয়ানী কার্যবিধি অনুসারে রেফারেন্স কে করতে পারে? মোকদ্দমা বা আপিল বিচারকারী বা ডিক্রি জারিকারক আদালত।
১৯৬. কোনটি আপিলযোগ্য? রিভিউর আবেদন মঞ্জুর করার আদেশ।
১৯৭. দেওয়ানী কার্যবিধি কত সালে প্রবর্তিত হয়? ১৯০৮ সালে।
১৯৮. ডিক্রির সঙ্গা দেয়া আছে কোন্ ধারায়? () ধারায়।
১৯৯. ডিক্রি কত প্রকার কিকি? প্রকার, প্রাথমিক চুড়ান্ত।
২০০. আপোস ডিক্রির বিরুদ্ধে কি আপীল চলে? না চলে না।
২০১. আদেশ এর সঙ্গা দেয়া আছে কোথায়? ধারা এর ১৪ উপধারায়।
২০২. শুনানীর দিন যদি বাদী অনুপস্থিত থাকে তবে কি হবে? মামলা খারিজ হবে।
২০৩. আদেশের ধারা অনুযায়ী কোন মামলা যদি খারিজ হয় তখন বাদীর আর কী প্রতিকার থাকবে? মামলা পুনর্জীবিত করার জন্য আবেদন করতে পারেন।
২০৪. রেস জুডিকাটার সঙ্গা কোন ধারায়? দেওয়ানী কার্যবিধির ১১ ধারায়।
২০৫. রেস সাব জুডিস এর সঙ্গা কোন ধারায়? দেওয়ানী কার্যবিধির ১০ ধারায়।
২০৬. প্লিডিংস সম্পর্কিত আদেশ কোনটি? আদেশ











MD.MASHUD HAWLADER
LLB(HONS),LLM(CORPORATE LAW)
SHARDA UNIVERSITY,INDIA
M.01711155822
Syllabus for Multiple Choice Question (MCQ) Exam
Subjects as like Written Exam
Four Answers will be provided, One has to choose.
[N.B. 0.25 minus marking for each wrong answer.]
Syllabus for Written Exam 6(six) questions to be answered taking one from each Group.
GROUP-A
CIVIL PROCEDURE CODE, 1908 (Marks-16)
Section 2: Definition
Sections 9 to 12: Jurisdiction and Res Judicature
Sections 15 to 20: Place of Suing
Sections 22 to 24: Power of transfer of suits
Sections 38, 39 & 48: About Execution of decree
Sections 96, 97,104,105 & 107: Appeal from decree
Order (See Order 41, Rules 1 to 6 and Order 43 Rule 1)
Section 114; Review (See Order 47 Rule 1)
Section 115: Revision
Section 144: Restitution
Section 151: Inherent Power of Court
Order 6 Rule 17: Amendment of pleadings
Order 7 Rules 1 to 15: Plaint
Order 8 Rules 1 to 8: Written Statement and set off
Order 23 Rules 1 to 3: Withdrawal & adjustment
Order 38 Rules 5 to 12: Attachment before judgment
Order 39 Rules 1 to 4: Temporary injunction
Order 40 Rule 1: Appointment of Receiver.
GROUP-B
SPECIFIC RELIEF ACT, 1877 (Marks-16)
Section 9: Suit for possession
Sections 12 to 17: Contracts which may be specifically enforced
Sections 21 & 22: Contracts not specifically enforced and discretion of court
Sections 39 & 40: Cancellation of instrument
Section 42: Declaration of status or right
Section 45: Power to order to do specific acts.
Sections 52 to 57: Injunctions.
GROUP-C
CRIMINAL PROCEDURE CODE, 1898 (Marks-16)
Section 4: Definitions
Section 6: Classes of criminal courts
Sections 9, 10, 12, & 14: Court of Session, District Magistrate, Subordinate Magistrate & Special Magistrates
Sections 107 to 110: Security for keeping the peace and for good behavior
Section 144: Temporary order in urgent cases.
Sections 145 & 146: Dispute as to immovable property
Sections 154 & 155: Information in cases
Sections 172 & 175: Diary investigation, Report of police officer
Sections 200 to 205: Complaints to Magistrates & Commencement of Proceeding.
Sections 241 to 249: Trial of summons cases.
Sections 404 to 410, 412 to 414, 417 to 420: Appeals.
Sections 435, 436, 438, 439 and 439A: Reference and revision
Section 476: Procedure in cases in section 195
Section 488: Order for maintenance of wives and children
Sections 496 to 498 and 498A: Bail
Sections 526, 526B and 528: Transfer of cases
GROUP-D
PENAL CODE, 1860 (Marks-16)
Sections 34 & 35: Common intention, when such act is criminal
Sections 96 & 97: Right of private defense
Section 107: Abatement
Section 149: Prosecution of common object
Sections 299, 300, 301, 304 & 304A: Offence affecting life
Sections 319 to 322, 324 & 326: Hurt
Sections 339 & 340: Wrongful restraint and confinement
Sections 359 & 362: Kidnapping & abduction
Section 375: Rape

1 comment: